India vs England Test Live: বুমরার বোলিং দৌরাত্ম্যের পর ব্যাট হাতে ছন্দে রাহুল, তৃতীয় দিনশেষে ভারতের স্কোর ৯০/২
India vs England Live: দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ২০৯ রান। ভারতের থেকে আপাতত ২৬২ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।
LIVE

Background
লিডস: মসিরিজ শুরুর অনেক আগে থেকেই বলা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পাঁচ টেস্টের সবকটিতে খেলতে পারবেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিন বা চারটি টেস্টে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে তাঁকে।
তবে যশপ্রীত বুমরা না খেললে যে ভারতের বোলিংয়ের কী হাল হতে পারে, শনিবার তার ট্রেলার দেখিয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা। প্রথম ইনিংসে মাত্র ৪৯ ওভারে ২০৯/৩ তুলে ফেলেছে ইংল্যান্ড। সেঞ্চুরি করে অপরাজিত অলি পোপ। ভারতের তিন ব্যাটারের সেঞ্চুরির জবাব দেওয়া যেন শুরু হল পোপের হাত ধরেই।
ইংল্যান্ড ইনিংসে যে তিন উইকেট পড়ল, তিনটিই বুমরার শিকার। শুরু করেছিলেন প্রথম ওভারে জ্যাক ক্রলিকে ফিরিয়ে। তারপর বেন ডাকেটকে বোল্ড করেন। জো রুটের কাছে তিনি বরাবরই বিভীষিকা। এদিনও রুটকে ফেরান বুমরা। কপাল ভাল থাকলে আরও একটি উইকেট পেতে পারতেন বুমরা। তাঁর বলে হ্যারি ব্রুক ক্যাচ দিয়েছিলেন। কিন্তু বলটি নো হওয়ায় বেঁচে যান হ্যারি।
ভারতের প্রথম ইনিংসের শেষের দিকে ব্যাটিং ধস নামে। শনিবারের সেরা আকর্ষণ যদি হয় ঋষভ পন্থের ছক্কা মেরে সেঞ্চুরি ও তারপর মাঠেই সামারসল্ট দিয়ে সেলিব্রেশন, তাহলে আলোচনার অন্যতম বিষয়বস্তু ভারতের শেষ লগ্নে ব্যাটিং বিপর্যয়। মাত্র ৪১ রানে শেষ ৭ উইকেট হারায় ভারত। ৪৩০/৩ থেকে ৪৭১ রানে অল আউট হয়ে যায়। অনেকেই ভেবেছিলেন, প্রথম ইনিংসে অন্তত পাঁচশো তুলবে ভারত। সেটা হয়নি লোয়ার মিডল অর্ডার ও টেল এন্ডারদের ব্য়র্থতায়।
ইংল্যান্ড যে গতিতে রান তুলছে, তাতে রবিবারই ভারতের স্কোর পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না দ্রুত উইকেট তোলা যায়। যদিও বুমরা ছাড়া উইকেট তুলবেন কে? ইংল্যান্ড যে ৪৯ ওভার ব্যাট করেছে, তার মধ্যে ১৩ ওভার করেছেন বুমরা। ৪৮ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন তিনি। ১৪ ওভারে ৫০ রান দিয়ে কোনও উইকেট পাননি মহম্মদ সিরাজ। ১০ ওভারে ৫৬ রান খরচ করে উইকেটহীন প্রসিদ্ধ কৃষ্ণ। রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুরও উইকেট পাননি।
যা পরিস্থিতি, তাতে রবিবার সকালে বুমরার স্পেলের দিকেই তাকিয়ে থাকতে হবে অধিনায়ক শুভমন গিলকে। বুমরা না খেললে কী হবে, সেটা নিয়ে শনিবার রাত থেকেই না গিলের ঘুম নষ্ট হয়!
IND vs ENG Test Live Updates: খেলা শেষ
বৃষ্টির জন্য বাড়তি আধ ঘণ্টা খেলা সম্ভব হল না। থামল ম্যাচ। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটে ৯০ রান। রাহুল ৪৭ ও গিল
ছয় রানে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় ইনিংসে আপাতত ৯৬ রানে এগিয়ে ভারত।
India vs England Test Day 3 Live: সুদর্শন আউট
প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অবশ্য বেশ ভালভাবেই এগোচ্ছিলেন। তবে বেন স্টোকসের বলে ৩০ রানেই থামল সুদর্শনের ইনিংস। ৮২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।




















