IND vs ENG: ৫৮ বছরের অধরা মাধুরী ছোঁয়ার পালা, এজবাস্টনে জয়ের মুখ দেখতে পারবে গিল ব্রিগেড?
IND vs ENG Test: এজবাস্টনে এখনও পর্যন্ত কোনও ম্য়াচে জিততে পারেনি ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে। ১৯৬৭ সালে প্রথমবার এই মাঠেই খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া।

এজবাস্টন: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের শুরুটা ভাল হয়নি। হার দিয়ে সিরিজ শুরু হয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। আগামী ৪ জুলাই থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। বার্মিংহ্য়ামের এজবাস্টনে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। এই ম্য়াচে জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়। নতুন রেকর্ডও গড়তে মরিয়া শুভমনের ভারত।
এজবাস্টনে এখনও পর্যন্ত কোনও ম্য়াচে জিততে পারেনি ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে। ১৯৬৭ সালে প্রথমবার এই মাঠেই খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই থেকে এখনও পর্যন্ত এই মাঠে কোনও ম্য়াচ জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। এখনও পর্যন্ত মোট আটটি টেস্ট খেলতে নেমেছে এজবাস্টনে। সাতটি ম্য়াচে হেরেছে ভারত। একটি ম্য়াচ ড্র করেছে।
ইংল্যান্ডের মাটিতে ২০১১ সালে ইনিংস ও ২৪২ রানে এজবাস্টনে হেরেছিল ভারতীয় দল। সেই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম বাজে হার ছিল।
হেডিংলেতে জসপ্রীত বুমরা ছাড়া কোনও ভারতীয় বোলারই দাগ কাটতে পারেননি। বুমরা ছাড়াও ২০ উইকেট নিতে পারেননি ভারতীয় বোলিং লাইন আপ। তবে বুমরা ছাড়া বাকি বোলাররা বার্মিংহ্যামে কতটা প্রভাব ফেলতে পারেন, তা দেখার। এদিকে, শুধু বুমরাই নন। দ্বিতীয় টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন সাই সুদর্শনও। প্রথম টেস্টে দুটো ইনিংসেই বড় রান ককরচে পারেননি। তার জন্যই সুদর্শনকে বসানো হতে পারে রিজার্ভে। সেক্ষেত্রে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হতে পারে।
জোফ্রা আর্চার দ্বিতীয় টেস্টে দলে ঢুকে গেলেন
দ্বিতীয় টেস্টের দলে এক্সপ্রেস গতির ফাস্টবোলারকে দলে ডেকে নিল ইংল্যান্ড । বল হাতে যিনি ভারতের আতঙ্ক হয়ে উঠতে পারেন । ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন। গতির সঙ্গে বাউন্স ও স্যুইংয়ের মিশেলে ভয়াবহ হয়ে উঠতে পারেন। তিনি, জোফ্রা আর্চার । ২০২১ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আর্চার । নির্বাচক লিউক রাইট আগেই জানিয়েছিলেন সাসেক্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচটা যদি আর্চার খেলতে পারেন, তাহলে ওঁর নাম দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে । ফিট হয়ে উঠেছেন আর্চার । চার বছর পর লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি । রবিবার থেকে সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নেমেছিলেন জোফ্রা আর্চার । ১৮ ওভার বল করেছেন সেই ম্যাচে । ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ।




















