India vs England Innings Highlights: শুভমনের ব্যাটের শাসন আর জাডেজা-সুন্দরের সঙ্গতে জব্দ ইংরেজ বোলিং, রানের পাহাড়ে ভারত
Shubman Gill: এজবাস্টন টেস্টে ২৬৯ রানের ম্যারাথন ইনিংস খেললেন শুভমন। ভারত প্রথম ইনিংসে তুলল ৫৮৭ রান।

বার্মিংহাম: প্রথম টেস্টে পাঁচ সেঞ্চুরির পরেও ম্যাচ হারতে হয়েছিল ভারতকে । হেডিংলেতে ইংল্যান্ডের কাছে সেই হারের জ্বালা এখনও দগদগে ভারতীয় শিবিরে (Indian Cricket Team) । পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে ভারত । বার্মিংহামে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত । আর সেই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন শুভমন গিল (Shubman Gill) ।
এজবাস্টন টেস্টে ২৬৯ রানের ম্যারাথন ইনিংস খেললেন শুভমন । ভারত প্রথম ইনিংসে তুলল ৫৮৭ রান । ছশো রানের চেয়ে মাত্র ১৩ রান কম তুলল ভারত । চা পানের বিরতির সময় মনে হচ্ছিল, ট্রিপল সেঞ্চুরি পেতে পারেন শুভমন । যদিও শেষ পর্যন্ত তার ৩১ রান আগে থামলেন । জশ টাংয়ের বলে পুল করতে গিয়ে ধরা পড়লেন শর্ট স্কোয়্যার লেগে ।
আগের ম্যাচে ভারতের লোয়ার মিডল অর্ডার ধসে পড়েছিল । তবে এজবাস্টনে সেটা অনেকটাই শুধরে নিল ভারত । বিশেষ করে সপ্তম উইকেটে শুভমন ও ওয়াসিংটন সুন্দর মিলে ১৪৮ রান যোগ করে ভারতের স্কোর সাড়ে পাঁচশো পার করে দেন । তার আগে ষষ্ঠ উইকেটে ২০৩ রান যোগ করেন শুভমন ও রবীন্দ্র জাডেজা । ১৫১ ওভার টিকেছে ভারতের প্রথম ইনিংস ।
From 200 to 269!
— BCCI (@BCCI) July 3, 2025
Edgbaston stood & applauded a marathon knock from the #TeamIndia Captain #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/mx7auRX493
দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটিং এক সময় চাপে পড়ে গিয়েছিল । ২১১ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত । ইংল্যান্ড শিবির ভেবেছিল, সেখান থেকে সাড়ে তিনশো রানের মধ্যে ভারতের ইনিংস গুটিয়ে দেওয়া যাবে । তবে অন্যরকম ভেবেছিলেন ভারতীয় ব্যাটাররা । অবিশ্বাস্য ইনিংস শুভমন গিলের । আট ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাটিং করেন তিনি । ২৬৯ রান ইংল্যান্ডে কোনও ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ রানের ইনিংস । তাঁকে পূর্ণ সহায়তা করেন জাডেজা ও সুন্দর । ষষ্ঠ ও সপ্তম উইকেট মিলিয়ে তিনশোর ওপর রান যোগ হয় বোর্ডে ।
Innings Break!
— BCCI (@BCCI) July 3, 2025
A mighty batting display from #TeamIndia! 🙌 🙌
2⃣6⃣9⃣ for captain Shubman Gill
8⃣9⃣ for Ravindra Jadeja
8⃣7⃣ for Yashasvi Jaiswal
4⃣2⃣ for Washington Sundar
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @ShubmanGill | @imjadeja | @ybj_19 | @Sundarwashi5 pic.twitter.com/WkhwqLxXJB




















