India vs England: বুমরার পাঁচ উইকেটের পর ব্যাট হাতে দুরন্ত ছন্দে রাহুল, ৯৬ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল ভারত
England vs India Test Series: প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে আপাতত ভারতের হয়ে কেএল রাহুল ৪৭ ও শুভমন গিল ছয় রানে অপরাজিত রয়েছেন।

লিডস: প্রত্যাশা ছিলই, সেইমতোই ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের (ENG vs IND) তৃতীয় দিনেও হাড্ডাহাড্ডি লড়াই চলল। দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি বেশ নজরকাড়া বোলিংও দেখা গেল আজ। ২০৯ রানে তিন উইকেটে দিনটা শুরু করেছিল ইংল্যান্ড। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) পাঁচ উইকেটে ভর করে ইংল্যান্ডকে ৪৬৫ রানে অল আউট করার পর ব্যাট করতে নামে ভারতীয় দল।
শেষ সেশনে ব্য়াটে নেমে দুই উইকেট হারালেও ৯০ রান তুলে ফেলেছে টিম ইন্ডিয়া। দুরন্ত ছন্দে ব্যাটিং করছেন কেএল রাহুল (KL Rahul)। তিনি ৪৭ রানে ব্য়াট করছেন, গিলের সংগ্রহ ছয় রান। দিনের সম্পূর্ণ কোটা বল করা না গেলে, আধ ঘণ্টা খেলার বাড়তি সময় দেওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত তখনই বৃষ্টির জোর নামে। ফলে কম ওভার বল হলেও নির্ধারিত সময়েই থামল ম্যাচ। ভারতীয় দল আপাতত দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে ৯৬ রানে এগিয়ে রয়েছে।
প্রথম ইনিংসে শতরান হাঁকালেও, দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে রান পাননি যশস্বী জয়সওয়াল। ব্রাইডন কার্সের বলে মাত্র ছয় রানে আউট হন তিনি। ১৬ রানেই ভারতের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। তিনে ব্য়াট হাতে নামেন সাই সুদর্শন। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে শূন্য করা সাইয়ের ক্ষেত্রে চাপটা নিঃসন্দেহেই যথেষ্ট ছিল। তবে সেই চাপ সামলে বেশ ভালই ইনিংস খেলছিলেন তিনি। রাহুলের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন বাঁ-হাতি ব্যাটার। তবে যখন তাঁকে বড় রানের জন্য সেট মনে হচ্ছিল, তখনই স্টোকসের বলে ৩০ রানে ফেরেন সুদর্শন। সেঞ্চুরিয়ন তথা অধিনায়ক শুভমন গিল এরপর ব্যাটে নেমে চার মেরে ইনিংসের শুরুটা করেন। তবে দ্রুতই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়।
এর আগে দিনের প্রথম দুই সেশনে ইংল্যান্ড ব্য়াট করে। ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ডকে দ্রুত আউট করতে পোপকে সাজঘরে ফেরানো জরুরি ছিল। সেই কাজটা করেন প্রসিদ্ধ কৃষ্ণ। গত রাতের স্কোরের সঙ্গে মাত্র ছয় রান যোগ করে পোপ সাজঘরে ফেরেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসে ২০ রানে ফেরান মহম্মদ সিরাজ। তবে হ্যারি ব্রুক জীবনদান পেয়ে ক্রিজে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে ইংল্যান্ড আর কোনও উইকেট হারায়নি। ৩২৭ রান বোর্ডে তুলে ফেলে তাঁরা।
তবে দ্বিতীয় সেশনে ম্যাচে ফেরে ভারত। কাজে দেয় শর্ট বল পরিকল্পনা। প্রথমে ছন্দে দেখানো জেমি স্মিথকে ২০ ও তারপর ব্রুককে ৯৯ রানে দুরন্ত শর্ট বলে সাজঘর ফেরান প্রসিদ্ধ। ইংল্যান্ড তাও যেন হারই মানছিল না। দলের লোয়ার অর্ডারে ক্রিস ওকস ও ব্রাইডন কার্স অষ্টম উইকেটে ৫৫ রান যোগ করেন। দুইজনেই বেশ আগ্রাসী মেজাজে ব্য়াট করে তড়তড়িয়ে ইংল্যান্ডকে ভারতীয় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে এক নিখুঁত ইয়র্কারে কার্সকে ২২ রানে ফেরান সিরাজ। এরপর বুম বুম জাদু। প্রথমে ৩৮ রানে ওকসের উইকেট ভাঙেন তিনি, তারপর জশ টাঙকে ১১ রানে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট নিয়ে ইংল্যান্ডকে অল আউট করে দেন।




















