Jasprit Bumrah: কিংবদন্তি কপিল দেবের সঙ্গে এক সারিতে, লিডসে পাঁচ উইকেট নিয়ে অনন্য কীর্তি বুমরার
England vs India Test Series: যশপ্রীত বুমরার পাঁচ উইকেটে ভর করেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ছয় রানের লিড নিতে সক্ষম হয় ভারতীয় দল।

লিডস: তাঁকে বর্তমান বিশ্বের সেরা বোলার হিসাবে গণ্য করেন অনেকেই। ফর্ম্যাট, বলের রং, পরিবেশ, কোনও কিছুই যেন তাঁর ওপর প্রভাব ফেলে না। ইংল্যান্ডে প্রথম টেস্টে মাঠে নেমে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) প্রমাণ করলেন কেন তিনি টিম ইন্ডিয়ার সম্পদ। প্রথম ইনিংসে পাঁচ পাঁচটি সাফল্য পেলেন বুম বুম। টেস্ট কেরিয়ারে ১৪তম বার পাঁচ উইকেট নিলেন ভারতের তারকা ফাস্ট বোলার।
মূলত বুমরার দৌরাত্ম্যেই ভারতের রানের ঠিক আগে থামল ইংল্যান্ডের (England vs India) ইনিংস। ৪৬৫ রানে অল আউট হল বেন স্টোকসের দল। প্রথম ইনিংসে ছয় রানের লিড পেল টিম ইন্ডিয়া। গতকাল তিন উইকেট নিয়েছিলেন, আজ ক্রিস ওকস ও জশ টাঙকে সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেট নিয়ে নিলেন বুমরা। এই পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই এক অনন্য নজির গড়লেন বুম বুম। ছুঁলেন কিংবদন্তি কপিল দেবকে। কী রেকর্ড গড়লন বুমরা?
দেশের বাইরে এই নিয়ে ৩৪তম টেস্ট খেলছেন বুমরা। তিনি এই নিয়ে ১২ নম্বর বার বিদেশের মাটিতে পাঁচ উইকেট নিলেন। এর থেকে অধিকবার আর কোনও ভারতীয় বোলার দেশের বাইরে পাঁচ উইকেট নেননি। কপিল দেবও ১২ বার বিদেশের মাটিতে পাঁচ উইকেট নিয়েছেন। তবে তিনি বুমরার প্রায় দ্বিগুণ সংখ্যক, ৬৬টি টেস্ট খেলে এই কৃতিত্ব গড়েছিলেন। বুমরা কিন্তু এই সিরিজ়েই কপিল দেবকে পিছনে ফেলে এককভাবে এই কৃতিত্বের মালিক হয়ে যেতে পারেন।
𝗙. 𝗜. 𝗙. 𝗘. 𝗥
— BCCI (@BCCI) June 22, 2025
14th 5⃣-wicket haul in Test cricket! 👏 👏
Outstanding bowling display from Jasprit Bumrah at Headingley! 🔝
He now equals the legendary Kapil Dev for the most fifers - 1⃣2⃣ - for India in Away Tests! 🙌 🙌
Updates ▶️ https://t.co/CuzAEnAMIW#TeamIndia |… pic.twitter.com/AwUKgai6Al
বুমরার বলে এই ইনিংসেই চারটি ক্যাচ পরে। যশস্বী জয়সওয়ালই তিনটি ক্যাচ ফেলেন। এইসব পরিসংখ্যান নথিবদ্ধ হওয়া শুরু হওয়ার পর থেকে দু'টিই ভারতীয় হিসাবে রেকর্ড। অর্থাৎ বুমরা এই ইনিংসে বারংবার দুর্ভাগ্যের শিকার হয়েছেন, তা সত্ত্বেও তাঁর পাঁচ উইকেট নেওয়াটাই কিন্তু বুমরার দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য।
ভারতীয় দল ছয় রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামবে। একটা গোটা সেশন কেএল রাহুলরা ব্যাট করার সুযোগ পাবেন। এবার দেখার বিষয় দিনশেষে টিম ইন্ডিয়া কত রানের লিড নিতে পারে।




















