IND vs Eng: আউট হয়ে মাঠেই বসে কাঁদছিলেন, লর্ডস টেস্টে হারের পর কী বললেন সিরাজ?
Mohammed Siraj: ১১ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ বলে ৪ রান করেছিলেন সিরাজ। অর্ধশতরান হাঁকানো জাডেজার সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছিলেন সিরাজ।

লর্ডস: তৃতীয় টেস্টে ২২ রানে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। লড়াইটা চলছিল পঞ্চম দিনে। জাডেজার সঙ্গে শেষ উইকেটে দীর্ঘক্ষণ ক্রিজে টিকে ছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু শোয়েব বসিরের বলে ডিফেন্স করলেও বল উইকেটে লেগে আউট হয়ে যান সিরাজ। একই সঙ্গে ভারতের লড়াইও শেষ হয়ে যায়। আউট হওয়ার পর ক্রিজের ওপরই বসে পড়েন ডানহাতি পেসার। ব্যাটে ঘুসি চালিয়ে দিয়েছিলেন। এমনকী কেঁদে ফেলেছিলেন তারকা পেসার। ইংল্যান্ডের প্লেয়াররা এসে জড়িয়ে ধরেন স্টোকসকে।
লর্ডসে হারের পর এবার সোশ্য়াল মিডিয়ায় প্রথমবার প্রতিক্রিয়া দিলেন সিরাজ। সেখানে তিনি কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ''কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থাকে। ফলাফলের জন্য নয়, আপনি সেই ম্যাচ থেকে কী শিক্ষা পেলেন তার জন্য।'' বল হাতে লর্ডসে দুই ইনিংস মিলিয়ে মোট চার উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে জেমি স্মিথ ও ব্রেন্ডন কেয়ার্সের উইকেট নিয়েছিলেন। এমনকী দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট ও ওলি পোপকে ফিরিয়ে দেন সিরাজ।
১৯৩ রান তাড়া করতে নেমেছিল ভারত চতুর্থ ইনিংসে। ১১ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ বলে ৪ রান করেছিলেন সিরাজ। অর্ধশতরান হাঁকানো জাডেজার সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছিলেন সিরাজ। কিন্তু বসিরের বলে উইকেট ভাঙতেই সব অঙ্ক বদলে যায়।
Some matches stay with you, not for the outcome, but for what they teach. 🙏🏻 🇮🇳 pic.twitter.com/dPObhgQ0XZ
— Mohammed Siraj (@mdsirajofficial) July 15, 2025
জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট চলতি সিরিজে ভারতের সবচেয়ে বড় চিন্তার কারণ। প্রথম টেস্টে খেলার পর দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। তৃতীয় টেস্টেই ফের ফিরেছিলেন ডানহাতি পেসার। নিজে বল হাতে জ্বলে উঠলেও দলের জয়ে এনে দিতে পারেননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে কি আদৌ দেখা মিলবে বুমরার? লিডসে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বুমরাকে দলের বাইরে রাখা হয়েছিল। লর্ডসে প্রত্য়াবর্তনে প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন একাই। ম্য়াচের পর শুভমন গিলের কাছেও প্রশ্ন করা হয়েছিল যে বুমরাকে কি চতুর্থ টেস্টে পাওয়া যাবে? তিনি জানিয়েছিলেন যে দ্রুত তার উত্তর মিলবে।
তবে, ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, হয়ত ম্য়াঞ্চেস্টারের ম্য়াচে বুমরাকে পাওয়া যাবে। আগামী ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে এই চতুর্থ টেস্ট। বুমরা খেললেও ঋষভ পন্থের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে। তিনি চোট পেয়েছিলেন লর্ডসে খেলার সময়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না একেবারেই। সেক্ষেত্রে ধ্রুব জুড়েলকেই প্রথম একাদশে দেখা যেতে পারে ওল্ড ট্র্যাফোর্ডে।




















