IND vs ENG: বল হাতে লর্ডসে সাফল্য,অজি পেসারকেই কৃতিত্ব দিচ্ছেন নীতীশ
Nitish Kumar Reddy: বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে ফিরিয়ে দিয়েছিলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনে বুমরা, সিরাজরা উইকেট পেলেও, প্রথম দিনে বল হাতে প্রথম সাফল্য পান নীতীশই।

লর্ডস: ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজের প্রথম দুটো টেস্টে তাঁকে বল হাতে সাফল্য পেতে দেখা যায়নি। কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন তিনিই। তিনি নীতীশ কুমার রেড্ডি। ভারতের তরুণ অলরাউন্ডার চলতি সিরিজে ব্যাট হাতে এখনও সাফল্য পাননি। কিন্তু বল হাতে লর্ডসে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন নীতীশই। বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে ফিরিয়ে দিয়েছিলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনে বুমরা, সিরাজরা উইকেট পেলেও, প্রথম দিনে বল হাতে ধাক্কা কিন্তু এসেছিল নীতীশের তরফ থেকেই।
বল হাতে এই সাফল্যের জন্য নিজের আইপিএল অভিজ্ঞতা ও প্যাট কামিন্সের অবদান রয়েছে বলে জানিয়েছেন নীতীশ। তিনি বলছেন, ''অস্ট্রেলিয়া সফরের পর আমি আমার বোলিংয়ে আরও কিছুটা উন্নতি করতে পেরেছি। আর অবশ্য়ই আইপিএলে প্যাট কামিন্স আমার অধিনায়ক। অস্ট্রেলিয়ায় ওঁর থেকে অনেক টিপস নিয়েছিলাম। ওঁ দুর্দান্ত একজন প্লেয়ার। অস্ট্রেলিয়ার মাটিতে কীভাবে বোলিং করা উচিৎ। সে সম্পর্কে আভাস দিয়েছিলেন প্যাট। সেই অভিজ্ঞতাই আমার কাজে লেগেছে।"
উল্লেখ্য, প্রথম দিনের খেলায় ইংল্যান্ডের ব্য়াটিংয়ের ১৪ তম ওভারে নীতীশের হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথম দিনেই ১৪ ওভার বল করেছিলেন তরুণ অলরাউন্ডার। ডানহাতি পেসার বলছেন, ''আমি প্যাটকে জিজ্ঞাসা করেছিলাম যে অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ডের মাটিতে কীভাবে বল করা উচিৎ। তিনি বলেছিলেন যে আবহাওয়া দেখে সেই অনুযায়ী বোলিং করতে।''
ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলও তাঁর সঙ্গে বোলিং নিয়ে অনেক কাজ করেছেন বলে জানিয়েছেন নীতীশ। তিনি বলছেন, ''এই সফরে আসার আগে আমি মর্নির সঙ্গে অনেকক্ষণ আলোচনা করেছিলাম। গত কয়েক সপ্তাহ ধরে তিনি আমার বোলিংয়ে উন্নতির জন্য খেটেছেন। তাঁর সঙ্গে কাজ করে আমিও বেশ খুশি।''
পন্থের চোট নিয়ে বিবৃতি বিসিসিআইয়ের
পন্থের চোটকে কাল ততটা গুরুতর নয় বলেই জানিয়েছিল বিসিসিআই। তবে আজও তিনি মাঠে না নামায় ফের একবার বিসিসিআইয়ের তরফে বিবৃতি দেওয়া হল। সেখানে জানানো হয়, 'ঋষভ পন্থের বাঁ হাতের তর্জনীতে লাগা চোট এখনও সারেনি। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওর পরিস্থিতির দিকে নজর রাখছে। ধ্রুব জুরেলই দ্বিতীয় দিনেও কিপিংটা করবেন।'
তবে জুরেল কিপিং করতে পারলেও, ব্যাটিং করতে পারবেন না। এই কারণেই যত চিন্তা। সেক্ষেত্রে ভারতীয় দলকে এক ব্যাটার কম নিয়েই খেলতে হবে। অবশ্য মন্দের ভাল বলতে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে দলের ব্য়াটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে পন্থকে দেখা যায়। ব্যাটিং গ্লাভস পরে কোটাকের দেওয়া কয়েকটা থ্রো ডাউন খেলেন পন্থ।




















