IND vs ENG: ওভালে শেষ দিনে ভারতের চাই ৪ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৫ রান
IND vs ENG Test Series: দ্য ওভাল ক্রিকেট মাঠে পঞ্চম টেস্টে ভারত মজবুত জায়গায় রয়েছে। দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান করেছিল ভারত। ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছে।
LIVE

Background
ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে। আজ, রবিবার ম্যাচের চতুর্থ দিন। ভারতের জয়ের জন্য চাই আরও ৯ উইকেট। ইংল্যান্ডের চাই আরও ৩২৪ রান।
দ্য ওভাল ক্রিকেট মাঠে পঞ্চম টেস্টে ভারত মজবুত জায়গায় রয়েছে। দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান করেছিল ভারত। ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ৫০ রান করেছে, এখন ইংল্যান্ডের আরও ৩২৪ রান দরকার এবং ভারতের জয়ের জন্য ৮ উইকেট নিতে হবে। আজ একটি রোমাঞ্চকর দিন অপেক্ষা করে রয়েছে। দ্য ওভালে এর আগে এত বড় রান তাড়া করে কোনও দল জেতেনি।
ওভাল ক্রিকেট মাঠের পিচ ব্যাটারদের জন্য বরাবরই কঠিন। চতুর্থ ইনিংসে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে যায়। এই টেস্টে ভারত প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল। এরপর ইংল্যান্ড ভাল শুরু করেছিল। কিন্তু মহম্মদ সিরাজ (৪ উইকেট) এবং প্রসিদ্ধ কৃষ্ণ (৪ উইকেট)-র দুরন্ত বোলিং ইংল্যান্ডকে ২৪৭ রানেই থামিয়ে দেয়।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে চার নম্বরে আকাশ দীপকে পাঠানো হয়েছিল, যাতে কোনও গুরুত্বপূর্ণ উইকেট না পড়ে। খেলার তৃতীয় দিনে তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন। আকাশ ৬৬ রান করেন। এরপর জয়সওয়াল তাঁর সেঞ্চুরি (১১৮) পূর্ণ করেন।
ওভাল ক্রিকেট মাঠে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জিতেছে কোনও দল। যা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাড়া করে জিতেছিল। কিন্তু সেই ম্যাচের পর ১০০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। সেই ম্যাচটি ১৯০২ সালে খেলা হয়েছিল। এরপর থেকে এখানে এর চেয়ে বড় কোনও লক্ষ্য তাড়া করে জেতেনি কোনও দল।
IND vs ENG Live Score: চতুর্থ দিনের খেলা শেষে ইংল্য়ান্ডের প্রয়োজন ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট
চতুর্থ দিনের খেলা শেষ। ভারতের জয়ের জন্য পঞ্চম দিনে চাই আরও চার উইকেট। অন্য়দিকে ইংল্য়ান্ডের প্রয়োজন আরও ৩৫ রান।
IND vs ENG Live: পরপর বেথেল ও রুটকে ফিরিয়ে দিলেন প্রসিদধ
রুট ও বেথেলকে ফিরিয়ে ম্য়াচ জমিয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। এখনও ৩৫ রান প্রয়োজন ইংল্য়ান্ডর। হাতে রয়েছে ৪ উইকেট।




















