IND vs NZ 1st Test Live: দিনের শেষ বলে আউট কোহলি, ভারতের স্কোর ২৩১/৩, এখনও ১২৫ রানে এগিয়ে নিউজ়িল্যান্ড
India vs New Zealand 1st Test: তৃতীয় দিনের খেলার শেষে বেঙ্গালুরুতে ভারতের থেকে ১২৫ রানে এগিয়ে নিউজ়িল্যান্ড। ক্রিজে রয়েছেন সরফরাজ খান। শেষ বলে আউট কোহলি।
LIVE
Background
ভারত বনাম নিউজিল্যান্ড, বেঙ্গালুরু: দেশের মাটিতে সর্বকালীন লজ্জার মুখে পড়তে হল ভারতীয় ক্রিকেটকে (Indian Cricket Team)। তাও বাংলাদেশকে টানা ৫ ম্যাচে হারিয়ে টেস্ট ও টি-২০ সিরিজ জেতার পরই। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখ পুড়ল ভারতের। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs NZ 1st Test)সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। হাতে রয়েছে ৭ উইকেট। কোণঠাসা ভারত। এখান থেকে ম্যাচ বাঁচানোই কঠিন। ভারত কি ম্যাচের মোড় ঘোরানোর মতো অলৌকিক কিছু করতে পারবে?
ওয়ান ডে ক্রিকেটের আদলে ব্যাটিং করে ১০৫ বলে ৯১ রান করেন ডেভন কনওয়ে। তাঁকে ফেরান আর অশ্বিন। নিউজ়িল্যান্ডের ৩টি উইকেটই নিয়েছেন ভারতের স্পিনাররা। অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব নিয়েছেন একটি করে উইকেট। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিন কি দ্রুত নিউজ়িল্যান্ডকে অল আউট করে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে ভারত?
IND vs NZ Score Live: দিনের শেষ বলে আউট বিরাট কোহলি
দিনের শেষ বলে আউট বিরাট কোহলি। ৭০ রান করে ফিরলেন গ্লেন ফিলিপ্সের বলে। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৯ ওভারে ২৩১/৩। ৭০ রানে ক্রিজে সরফরাজ খান।
IND vs NZ Score Live: ৪৭ ওভারের শেষে ভারতের স্কোর ২২৮/২
বিরাট ৬৮ রানে ও সরফরাজ ৬৯ রানে ক্রিজে। ৪৭ ওভারের শেষে ভারতের স্কোর ২২৮/২।
IND vs NZ 1st Test Live Updates: শতরানের পার্টনারশিপ
তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ পূরণ করলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। উভয়েই ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করে ফেলেছেন। ভারতীয় দল দু'শোর গণ্ডিও পার করে ফেলল।
IND vs NZ 1st Test Live Score: কোহলির হাফসেঞ্চুরি
সরফরাজের পর হাফসেঞ্চুরি পূরণ করলেন বিরাট কোহলিও। ভারতীয় দলের বর্তমান স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৯১ রান। দুইজনের পার্টনারশিপও শতরানের দিকে এগোচ্ছে।
IND vs NZ 1st Test Live Updates: সরফরাজের হাফসেঞ্চুরি
প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংস অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকালেন সরফরাজ খান।