IND vs NZ Live: ৪৬২ রানে অল আউট ভারত, শেষ দিন ১০৭ চাই নিউজ়িল্যান্ডের
India vs New Zealand Live Score: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের চতুর্থ দিন
LIVE
Background
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু (India vs New Zealand) টেস্টের তৃতীয় দিনের শেষ বলে আউট হলেন বিরাট কোহলি। তৃতীয় উইকেটে সরফরাজ খানের সঙ্গে ১৬৩ বলে ১৩৬ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিচ্ছিলেন। নিউজ়িল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও ভারত যে প্রত্যাঘাতের স্বপ্ন দেখছে, তার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন কোহলি ও সরফরাজ।
কিন্তু দিনের শেষ বলে ৭০ রান করে ফিরলেন কোহলি। গ্লেন ফিলিপ্সের বলটি কোনওমতে খেলে দিয়ে দিনটি শেষ করতে চেয়েছিলেন কোহলি। সেই বল তাঁর ব্যাটের কানায় সামান্য স্পর্শ করে চলে যায় উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে। আল্ট্রা এজ প্রযুক্তিতেও দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষীণ একটা দাগ। মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না খোদ বিরাটের। মাথা নাড়তে নাড়তে ড্রেসিংরুমে ফিরলেন।
ভারতের প্রত্যাঘাত বড়সড় ধাক্কা খেল ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও বিরাট আউট হয়ে যেতে। এদিনই যিনি টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করলেন।
তবে কোহলি ও সরফরাজের জুটি ইতিবাচক মানসিকতার বিজ্ঞাপন হয়ে রইল। সারাদিনে উঠল ৪৫৩ রান। চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে আসা মানুষ যে পয়সা উসুল করে বাড়ি ফিরলেন, বলার অপেক্ষা রাখে না। রাচিন রবীন্দ্রর দুরন্ত সেঞ্চুরিতে ৩৫৬ রানের বিশাল লিড নিয়েছিল নিউজ়িল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ বাঁচানোর জন্য রক্ষণের খোলসে ঢুকে যায়নি ভারত। বরং রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জুটি আগ্রাসী মেজাজেই ব্যাটিং করে। দুজনে ১৭.১ ওভারে ৭২ রান যোগ করেন।
IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের স্কোর ০/০
নিউজ়িল্যান্ড ইনিংসে মাত্র ৪ বল খেলার পরই বৃষ্টি ও মন্দ আলোয় খেলা বন্ধ। নিউজ়িল্যান্ডের স্কোর ০/০। শেষ দিন তাদের চাই ১০৭ রান।
India vs New Zealand Live: ম্য়াচ জিততে ১০৭ রান করতে হবে নিউজ়িল্যান্ডকে
যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ দুজনই ০ রানে আউট। ৪৬২ রানে অল আউট হয়ে গেল ভারত। ম্য়াচ জিততে ১০৭ রান করতে হবে নিউজ়িল্যান্ডকে।
IND vs NZ Score Live: ও'রুকের বলে ৫ রান করে ফিরলেন রবীন্দ্র জাডেজা
ও'রুকের বলে ৫ রান করে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ৯৩ ওভারের শেষে ভারতের স্কোর ৪৪১/৭। ক্রিজে আর অশ্বিন ও কুলদীপ যাদব।
IND vs NZ Live: ৯৯ রানে আউট পন্থ
১ রানের জন্য শতরান মিস করলেন ঋষভ পন্থ। ৯৯ রান করে ও রুর্কের বলে বোল্ড হয়ে গেলেন। ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।
IND vs NZ Live Score: আউট সরফরাজ
দেড়শো রানের মাহাকাব্যিক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন সরফরাজ খান। সাউদির শিকার হলেন তিনি। ভারত দ্বিতীয় ইনিংসে লিড পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গিয়েছে।