India vs New Zealand: সারাদিন বৃষ্টির লুকোচুরি, ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত
India vs New Zealand Test Day 1: চা পানের বিরতির পরও যখন খেলা শুরু সম্ভব হয়নি, তখন আম্পায়াররা দু দলের প্লেয়ার ও কোচের সঙ্গে কথা বলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে দেন।
বেঙ্গালুরু: কানপুর টেস্টর হাইলাইটস যেন বেঙ্গালুরুতে। চিন্নাস্বামীতে ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zeland) প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হল। বৃষ্টির পূর্বাভাস ছিলই। তবুও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের টসও করা সম্ভব হল না। বৃষ্টির জন্য খেলাও হল না এক বলও। চা পানের বিরতির পরও যখন খেলা শুরু সম্ভব হয়নি, তখন আম্পায়াররা দু দলের প্লেয়ার ও কোচের সঙ্গে কথা বলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে দেন। এক বলও খেলা হল না প্রথমদিন।
View this post on Instagram
চলতি বছরে ভারতের মাটিতে টেস্ট খেলতে এসে এই নিয়ে টানা ৬ দিনে মাঠে নামার প্রস্তুতি নিয়েও মাঠে নামতে পারলেন না কিউয়ি ক্রিকেটাররা। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলতে ভারতে এসেছিল নিউজিল্য়ান্ড। পাঁচ দিনের খেলায় একদিনও কোনও বল গড়ায়নি পিচে। এরপর ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা হয়ে গেল। বিসিসিআইয়ের সোশ্য়াল মিডিয়া পোস্টে খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারতের অনুশীলন। ম্যাচের দিনগুলিতেও আবহাওয়া কিন্তু আশার আলো দিতে ব্যর্থ। বেঙ্গালুরুতে ম্যাচের পাঁচদিনই ঘন কালো মেঘ ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আবহাওয়া পোর্টালগুলি। একমাত্র ম্যাচের চতুর্থ দিন পরিস্থিতি খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিন বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের জলনিকাশি ব্যবস্থা বিশ্বমানের। খুব দ্রুতই বৃষ্টি থামার পর খেলা শুরু করা যায়। তবে তার জন্যও বৃষ্টিটা থামা প্রয়োজন। তাই ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম ম্যাচের ভাগ্য অনেকটাই আবহাওয়ার ঈশ্বরের ওপর নির্ভরশীল। ম্যাচের পাঁচদিন সম্পূর্ণ খেলা হওয়া তো কার্যত অসম্ভবই। এমনকী ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যাওয়ারও পূর্ণ সম্ভাবনা রয়েছে।
এর আগে বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টেও বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল প্রথম তিনদিনের খেলা। শেষ ২ দিনের খেলাতই ভারত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের বিরুদ্ধে। সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছিল রোহিত শর্মার দল।
আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সের নতুন বোলিং কোচ হলেন পারস মামব্রে