IND vs PAK: নতুন বছরে ২২ গজে কতবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
IND vs PAK Cricket: আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ভারত ও পাকিস্তান দুটো আলাদা আলাদা গ্রুপে রয়েছে।

মুম্বই: নতুন বছরে পা রেখেছে গোটা বিশ্ব। ক্রিকেটের জগতে নতুন বছরে সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে আগামী ফেব্রুয়ারি-মার্চ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর ২২ গজে নিঃসন্দেহে ভারত-পাকিস্তান ডুয়েল যে কোনও টুর্নামেন্টেই বাড়তি উত্তাপ তৈরি করে। প্রায় এক দশক ধরে দু দেশ কোনও দ্বিপাক্ষিক সিরিজে খেলে না। কিন্তু বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে আমনে সামনে হতে দেখা গিয়েছে ভারত ও পাকিস্তানকে। ২০২৬ সালে ক্রিকেটের ময়দানে কতবার দু দেশ মুখোমুখি হবে তা দেখে নেওয়া যাক--
অনূর্ধ্ব ১৯ পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট
আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ভারত ও পাকিস্তান দুটো আলাদা আলাদা গ্রুপে রয়েছে। সেক্ষেত্রে গ্রুপের ম্যাচে দুটো দল আমনে সামনে হবে না। কিন্তু নক আউট পর্বে কিন্তু তারা মুখোমুখি হতেই পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও পাকিস্তান দুই দেশই গ্রুপ এ-তে রয়েছে। নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রও রয়েছে এই গ্রুপে। ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপের ম্য়াচ রয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। তবে নক আউটেও দুটো দল মুখোমুখি হতে পারে।
আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
আগামী ১২ জুন থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। ভারত ও পাকিস্তান এখানেও এ গ্রুপে রয়েছে। তাদের মুখোমুখি ম্য়াচ রয়েছে আগামী ১৪ জুন।
অর্থাৎ ২০২৬ সালে অন্তত দুটো ভারত-পাকিস্তান ম্য়াচ তো খেলা হচ্ছেই। তবে দুটো টুর্নামেন্টেই নক আউট পর্বে যদি তারা ওঠে, তাহলে সেক্ষেত্রে ফের একবার বা দুবার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে ২০২৬ সাল শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট। নিজেদের দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে আগামী বছর শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সিরিজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই শেষ দ্বিপাক্ষিক সিরিজ হতে চলেছে টিম ইন্ডিয়ার। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে এই টুর্নামেন্টে খেলতে নামবে ভারত।




















