IND vs PAK: নিউ ইয়র্কে আয়োজিত হবে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ?
India vs Pakistan: নয়াদিল্লি ও নিউ ইয়র্কের মধ্যে সাড়ে ১০ ঘণ্টা সময়ের ব্যবধান রয়েছে। তাই সিংহভাগ ভারতীয় জনগণ যেন খেলা দেখতে পান, সেই কথা মাথায় রেখেই ম্যাচের সময় নির্ধারিত হবে।
নয়াদিল্লি: ৫০ ওভারের বিশ্বকাপ শেষ। সামনের বছরই আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। তাই এবার সব দলগুলির সমস্ত ফোকাস বিশ ওভারের ফর্ম্যাটে। পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মিলিতভাবে আয়োজিত হবে। আর বিশ্বকাপে বরাবরই সেরা আকর্ষণ ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ। দুই দেশের সমর্থকরা তো বটেই এই ম্যাচের দিকে সকল ক্রিকেটপ্রেমীরাই তাকিয়ে থাকেন। পরের বিশ্বকাপে কোথায় আয়োজিত হবে ভারত-পাকিস্তানের দ্বৈরথ?
দুই পড়শি দেশ বহুদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। একমাত্র বড় বড় টুর্নামেন্টগুলিতেই ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপ ম্যাচের দিকে সকলেই তাকিয়ে থাকেন। ম্যাচের বহু আগে থেকেই চড়তে থাকে উত্তেজনার পারদ, বুক হয়ে যায় টিকিট। এ বছরের বিশ্বকাপে আমদাবাদেও আয়োজিত ম্যাচ ঘিরেও তো এমনই ছবি ধরা পড়েছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর অন্যথা হওয়ার কোনও সম্ভাবনা নেই।
রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আয়োজিত হবে। এক রিপোর্ট দাবি করা হচ্ছে যে সেনসাস অনুযায়ী এই শহরে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভারতীয় বংশোদ্ভূত এবং প্রায় এক লক্ষ পাকিস্তানি বংশোদ্ভূদ মানুষ থাকেন। সেই কারণেই এই মেগাডুয়েলের জন্য এই শহরকে বেছে নেওয়া হয়েছে। নয়াদিল্লি এবং নিউ ইয়র্কের মধ্যে প্রায় সাড়ে ১০ ঘণ্টা সময়ের ব্যবধান রয়েছে। কিন্তু যাতে সিংহভাগ ভারতীয় জনগণ ম্যাচ দেখতে পারেন, সেই কথা মাথায় রেখে, সেই সময়মতোই এই ম্যাচ আয়োজন করা হবে বলেও খবর।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তিনটি মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে বলে নির্ধারিত করা হয়েছে। নিউ ইয়র্কের পাশাপাশি টেক্সাস এবং ফ্লোরিডাকে বিশ্বকাপ আয়োজনের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রে নতুন স্টেডিয়াম তৈরির পাশাপাশি ফ্লোরিডায় অবস্থিত স্টেডিয়ামটিকে নতুন করে আবার সাজানো হবে। বাড়বে সেই স্টেডিয়ামের দর্শকসংখ্যাও। ২০২৪ সালের জুন মাসে আয়োজিত হবে এই বিশ ওভারের বিশ্বকাপ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ধোনির বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ এনেছিলেন, এবার জেল হতে চলেছে সেই আইপিএস অফিসারের