IND vs SA: ভারতীয় একাদশে বদলের সম্ভাবনা, আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে কখন, কোথায় নামবেন সূর্যরা?
India vs South Africa 2nd T20: সূর্যকুমারের দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে। চার ম্য়াচের সিরিজে আজ দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে মেন ইন ব্লুজ।
গকেবেরহা: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দারুণ করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে রূদ্ধশ্বাস ম্য়াচে জয়ের পর ঠিক যেখানে শেষ করেছিল টিম ইন্ডিয়া। সেখান থেকেই ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ৬১ রানে জয়। সূর্যকুমারের দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এই মুহূর্তে। চার ম্য়াচের সিরিজে আজ দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে মেন ইন ব্লুজ।
প্রথম ম্য়াচে দাপটের সঙ্গে খেলেছে ভারতীয় দল। ব্য়াট হাতে সঞ্জু স্যামসন শতরানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তাঁর ব্যাটেই ম্য়াচ জেতার মত রান বাের্ডে তুলে ফেলেছিল ভারত। তবে রান পাননি রিঙ্কু সিংহ। এরই মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিঙ্কুর পাশাপাশি আরও এক নাইট ব্যাটারকে দেখা যেতে পারে একাদশে। তিনি রমনদীপ সিংহ।
ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী/রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ ও আবেশ খান
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ডোনোভান ফেরেরা, মার্কো ইয়েনসেন, গেরাল্ড কোয়েৎজে, ওট্টনিল বার্টম্যান ও লুথো সিপামলা
কাদের ম্যাচ
চার ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
কবে ম্যাচ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি, রবিবার, ১০ নভেম্বর
কোথায় খেলা?
পোর্ট এলিজাবেথের গকেবেরহাতে
কখন শুরু?
ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়। টস ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে, সন্ধে ৭ টায়
কোথায় দেখবেন
টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ
এদিকে, সূত্রের খবর, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে বিঘ্নতা ঘটাতে পারে বৃষ্টি। টস যেই সময় তখন প্রায় ৫৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ম্য়াচের দ্বিতীয়ার্ধে বৃষ্টি খেলায় বাধা সৃষ্টি করতে পারে। যদি একান্তই ম্য়াচের আগে বৃষ্টি হয়। সেক্ষেত্রে দুটো দলই চাইবে অতিরিক্ত একজন করে পেসার খেলাতে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে ভারতীয় একাদশে অভিষেক হতে পারে যশ দয়ালের।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় নাল লেখালেন রিজওয়ান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় পাকিস্তানের