IND vs SA: চারশোর কাছাকাছি লিড, চা পানের বিরতিতে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৩/৭
IND vs SA Test: তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। চতুর্থ দিনে চা পানের বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বোর্ডে তুলে নিয়েছিল প্রোটিয়া শিবির।

গুয়াহাটি: দ্বিতীয় টেস্টেও চালকের আসনে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই চাপ বেড়ে গিয়েছে ভারতীয় দলের। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই চারশো রানের কাছাকাছি দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে নিয়েছে প্রোটিয়া শিবির। তৃতীয় দিনের শেষে ৩১৪ রানে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। চতুর্থ দিনে চা পানের বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বোর্ডে তুলে নিয়েছিল প্রোটিয়া শিবির। ৩৯৫ রানের লিড নিয়ে নিয়েছে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা।
আগের দিন ক্রিজে ছিলেন ২ ওপেনার রিয়ান রিকেলটন ও এইডেন মারক্রাম। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন তাঁরা। তৃতীয় দিনের শেষে কোনও উইকেটই ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। চতুর্থ দিনের শুরুতে দ্রুত স্পিন আক্রমণকে নিয়ে আসেন এই ম্য়াচের ভারত অধিনায়ক ঋষভ পন্থ। একদিকে রবীন্দ্র জাডেজ ও অন্যদিকে কুলদীপ যাদব। আর তাতেই সাফল্য আসে। জাডেজা ফিরিয়ে দেন ২ ওপেনারকে দ্রুত। তেম্বা বাভুমা এদিন বড় রান করতে পারেননি। তিনি ফিরে যান ওয়াশিংটন সুন্দরের বলে নীতীশ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে।
দ্বিতীয় দিন খেলার শেষে ভারতের রহস্য স্পিনার কুলদীপ যাদব তো জানিয়েই দিয়েছিলেন যে, গুয়াহাটির পিচ হাইওয়ের মতো। বোলারদের জন্য কিছুই নেই। সেই পিচেই সোমবার গতির আগুন ছোটালেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন। ৬ উইকেট নিয়ে তছনছ করে দিলেন ভারতের ব্যাটিং। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ২০১ রানে। তবে ভারতকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোর ২৬/০। সব মিলিয়ে ৩১৪ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার যে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছিল ভারত, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই ম্যাচই বাঁচানোর লড়াই ঋষভ পন্থদের।
View this post on Instagram
সোমবার নির্ধারিত সময়ের চেয়ে খানিক আগেই ম্যাচ শেষ করে দিতে হয় আম্পায়ারদের। পর্যাপ্ত আলো না থাকায়। কৃত্রিম আলো জ্বালিয়েও খেলা চালানো যায়নি। গুয়াহাটি টেস্ট এখন দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে। এখান থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই করে ম্যাচ বাঁচানোই ভারতের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।




















