Virat Kohli: রাঁচির পর রায়পুর, গম্ভীরের সামনেই ওয়ান ডে ফর্ম্য়াটে কেরিয়ারের ৫৩ তম সেঞ্চুরি করলেন কোহলি
IND vs SA: গ্যালারিতে একটি প্ল্যাকার্ড হাতে উল্লাসে মেতে এক বিরাট ভক্ত। সেখানে লেখা 'হোয়াই উই নিড সুপারম্য়ান, হোয়েন উই হ্যাভ বিরাট কোহলি', আসলে সত্যিই তো, আক্ষরিক অর্থেই সুপারম্য়ান কোহলি।

রায়পুর: রাঁচিতে ৫২ তম, রায়পুরে ৫৩ তম। পরপর দুটো ম্য়াচে দুটো সেঞ্চুরি। বিরাট কোহলি বুড়ো বয়সে যেন আরো ধারালাে হয়ে উঠেছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে আরও একটি শতরান হাঁকিয়ে ফেললেন কিং কোহলি। গ্যালারিতে একটি প্ল্যাকার্ড হাতে উল্লাসে মেতে এক বিরাট ভক্ত। সেখানে লেখা 'হোয়াই উই নিড সুপারম্য়ান, হোয়েন উই হ্যাভ বিরাট কোহলি', আসলে সত্যিই তো, আক্ষরিক অর্থেই সুপারম্য়ান কোহলি। নইলে ৩৭ পেরিয়ে কী সব করে যাচ্ছেন তিনি। একদিকে গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে হাজারো প্রশ্ন উঠছে, অন্য়দিকে সেই গম্ভীরের সামনেই একের পর এক শতরানের ইনিংস খেলেই যাচ্ছেন বিরাট।
পরিসংখ্যাণ বলছে, ওয়ান ডে ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ তিনটি ম্য়াচেই শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্য়াচে বিরাটের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১০১ রানের ইনিংস। এরপর চলতি সিরিজে রাঁচিতে ও এদিন রায়পুরে শতরান হাঁকালেন। ৯০ বলে নিজের শতরান পূরণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। যদিও ১০২ রান করেই এনগিডির স্লোয়ারে ক্যাচ আউট হয়ে যান। প্যাভিলিয়নে যখন ফিরছেন বিরাট, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৯৩ বলে ১০২ রান। নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান।
উল্লেখ্য, আপাতত ভারতের হয়ে কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট খেলতে ব্যস্ত। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কোহলি কেবল ওয়ান ডেতেই খেলেন। সেই কারণেই তাঁকে আসন্ন বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে না না জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ তাতে কার্যত সিলমোহর পড়ল। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি অরুণ জেটলির বক্তব্য ধরে পিটিআই এমনটাই রিপোর্টে জানাচ্ছে।
পিটিআইকে রোহন জেটলি জানান, 'ওঁ বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য নিজের সম্মতি দিয়েছেন। তবে কয়টা ম্যাচে ওঁ খেলবেন, সেটা এখনও নিশ্চিত নয়। ওঁর থাকাটা তো নিঃসন্দেহেই দিল্লি সাজঘরের জন্য দারুণ একটা উপলব্ধি হতে চলেছে।' ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বাধিক শতারান করা ক্রিকেটার হালেই নিজের ৫২তম ওয়ান ডে সেঞ্চুরিটি হাঁকিয়েছেন। সেই ফর্ম নিয়েই এবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। সেই ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার বিজয় হাজারেতে খেলেছিলেন কোহলি। তার দেড় দশক পর ফের একবার এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে কিং কোহলিকে।




















