IND vs SA: সিরিজ দখল করলে তৃতীয় ওয়ান ডে জিততেই হবে রাহুলদের, বিশাখাপত্তনমে টিম ইন্ডিয়ার রেকর্ড কেমন?
IND vs SA ODI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৯ সালে এই নজির গড়েছিলেন। ব্যক্তিগত পারফরম্য়ান্সের নিরিখে বিরাট কোহলি এই মাঠে সবচেয়ে বেশি ৫৮৭ রান করেছেন।

বিশাখাপত্তনম: টেস্ট সিরিজ খোয়াতে হয়েছে। ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে জিতে শুরুটা ভালই করেছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে রাইপুরেই ছন্দপতম। সিরিজ ১-১ করে নিয়েছে প্রোটিয়া শিবির। এই পরিস্থিতিতে আগামীকাল ৬ ডিসেম্বর হতে চলা তৃতীয় ম্য়াচটি রীতিমত ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার জন্য।
তৃতীয় ওয়ান ডে ম্য়াচে বিশাখাপত্তনমের ACA-VDCA স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ভারত-দক্ষিণ আফ্রিকার। সব ফর্ম্য়াটেই বেশ কয়েকটি ম্য়াচ এখনও পর্যন্ত এই মাঠে ম্য়াচ আয়োজন করেছে বিসিসিআই। সাম্প্রতিক সময়ে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের অনেক ম্য়াচই এই মাঠে খেলা হয়েছে। কিন্তু ভারতের পুরুষ ক্রিকেট দলের রেকর্ড কেমন?
ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে যে এই মাঠে এখনও পর্যন্ত ১০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছে ভারত। যার মধ্যে সাতটি ম্য়াচে জিতেছে তারা। ২টো ম্য়াচ হেরেছে ও একটি ম্য়াচ টাই হয়েছে। ২০১৮ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচটি টাই হয়েছিল।
ওয়ান ডে ফর্ম্য়াটে বিশাখাপত্তনমে ভারতের সর্বাধিক রান বোর্ডে তুলেছিল ৩৮৭/৫। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৯ সালে এই নজির গড়েছিলেন। ব্যক্তিগত পারফরম্য়ান্সের নিরিখে বিরাট কোহলি এই মাঠে সবচেয়ে বেশি ৫৮৭ রান করেছেন। রোহিত শর্মা ৩৫৫ রান করেছেন। ACA-VDCA স্টেডিয়ামে বিরাট কোহলি এখনও পর্যন্ত তিনটি শতরানও হাঁকিয়েছেন। চলতি সিরিজে ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি করে ফেলেছেন। আরও একটি করলেই সেঞ্চুরির হ্যাটট্রিকও হয়ে যাবে।
উল্লেখ্য, বিরাট কোহলি রাঁচি এবং রায়পুরে খেলা প্রথম দুটি ম্যাচে সেঞ্চুরি করে সিরিজে দারুণ ছন্দে রয়েছেন। যদি তিনি বিশাখাপত্তনমেও সেঞ্চুরি করেন, তবে এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির হ্যাটট্রিক হবে। তার আগে ২০১৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা তিনটি একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন- গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং পুনেতে। এবার আবারও তাঁর ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। বর্তমানে, একদিনের ক্রিকেটে শুধুমাত্র বাবর আজমই এমন খেলোয়াড় যিনি দুবার টানা তিনটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। কোহলির এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দারুণ সুযোগ রয়েছে।
এছাড়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে বিরাট কোহলির ব্যাটিং স্টাইল বেশ আক্রমণাত্মক দেখা যাচ্ছে। যেখানে আগে তিনি শুরুতে ক্রিজে থিতু হওয়ার দিকে মনোযোগ দিতেন, সেখানে এখন তিনি এসেই বোলারদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। প্রথম ম্যাচে তিনি প্রথম ২০ বলেই দুটি ছক্কা হাঁকিয়েছিলেন। রায়পুরেও তিনি ছক্কা মেরে তাঁর খাতা খুলেছিলেন। যা থেকে স্পষ্ট যে, কোহলি আত্মবিশ্বাস ও ফর্মের শীর্ষে রয়েছেন।




















