Jasprit Bumrah: প্রথম ভারতীয় পেসার হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটে এই অনন্য নজির গড়লেন বুমরা
IND v SA T20: এই মুহূর্তে টেস্টে ২৩৪, ওয়ান ডে ফর্ম্য়াটে ১৪৯ ও টি-টােয়েন্টি ফর্ম্য়াটে ১০২ উইকেট নিয়েছিলেন বুমরা। প্রথম দুটো ওভারে কোনও উইকেটই পাননি বুমরা।

কটক: দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ২ উইকেট ঝুলিতে পুরেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। নিজের ৩ ওভারের স্পেলে ১৭ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরেছিলেন তারকা পেসার। ডেওয়াল্ড ব্রেভিস ও কেশব মহারাজ এই দুজনের উইকেট ঝুলিতে পুরে নেন বুমরা। এর সঙ্গে সঙ্গেই দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে কুড়ির ফর্ম্য়াটে একশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন বুমরা। তবে আরও একটি রেকর্ড গড়েন তারকা পেসার। যা প্রথম ভারতীয় পেসার হিসেবে নজির গড়েছেন।
বুমরা বিশ্বের প্রথম ভারতীয় পেসার হিসেবে তিন ফর্ম্য়াটেই ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করে ফেলেন বুমরা। এই মুহূর্তে টেস্টে ২৩৪, ওয়ান ডে ফর্ম্য়াটে ১৪৯ ও টি-টােয়েন্টি ফর্ম্য়াটে ১০২ উইকেট নিয়েছিলেন বুমরা। প্রথম দুটো ওভারে কোনও উইকেটই পাননি বুমরা। কিন্তু তৃতীয় ওভারে ডেওয়াল্ড ব্রেভিস ও কেশব মহারাজ দুজনকে ফিরিয়ে দেন তারকা পেসার। এর আগে ক্রিকেটের তিন ফর্ম্য়াটে এই নজির গড়েছেন লসিথ মালিঙ্গা, টিম সাউদি, শাকিব আল হাসান, শাহিদ আফ্রিদি।
আত্মবিশ্বাসী হার্দিক পাণ্ড্য
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্য়াট হাতে অর্ধশতরান হাঁকানোর পাশাপাশি বল হাতেও উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। এশিয়া কাপের সেমিফাইনালের পর এটিই ছিল হার্দিকের প্রথম আন্তর্জাতিক ম্য়াচ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্দিক জানান, 'বিগত ছয় সাত মাসটা আমার ফিটনেসের দিক থেকে বেশ ভালই ছিল। তবে বিগত ৫০ দিন আমি নিজের প্রিয়জনদের থেকে দূরে ছিলাম। এনসিএতে সম্পূর্ণ ফিট হওয়ার চেষ্টা করছিলাম। তারপর যখন এখানে এসে অবশেষে ওই পরিশ্রমের ফলাফল এমন হয়, তখন ভীষণ সন্তুষ্ট লাগে।' সচরাচর টি-টোয়েন্টি হার্দিককে নতুন বল হাতেই দেখা যায়। তবে এদিন বুমরার সঙ্গে অর্শদীপ সিংহকেই নতুন বল হাতে দেখা যায়। পাওয়ার প্লের পরে বল করতে আসেন হার্দিক পাণ্ড্য। বোলার হার্দিকের ভিন্ন ভূমিকা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে হার্দিক স্পষ্ট জানিয়ে দেন, 'ক্রিকেটার হিসাবে আমার ভূমিকা কী হবে না হবে, সেই নিয়ে আমি কোনদিন বেশি মাথা ঘামাইনি। আমি সবসময় এটাই চেষ্টা করে হার্দিক কী চাইছে গুরুত্বহীন, ভারত কী চাইছে সেটাই গুরুত্বপূর্ণ হয়। এই মানসিকতাটা আমায় সাহায্য করে। আমি সবসময় দলকে সবার আগে রাখতে চাই। এটাই আমার ইউএসপি।'



















