IND vs SL: সিরিজে খাতা খুলতে কি পারবেন রোহিতরা? আজ কখন, কোথায় দেখবেন ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে?
IND vs SL 2nd ODI: টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওয়ান ডে ম্য়াচ টাই হয়েছিল।
কলম্বো: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে টাই হয়েছিল। সুপার ওভার হয়নি। ফলে ম্য়াচের ফলও নির্ধারণ করা সম্ভব হয়নি। আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। আগের ম্য়াচে ভারতের ব্যাটিং লাইন আপের মধ্যে রোহিত শর্মা অর্ধশতরান হাঁকিয়েছিলেন। কিন্তু বাকি অন্য কোনও ব্যাটার রান পাননি। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচটিতে কোনও ফল বেরয়নি। আজ যারা জিতবে তারাই সিরিজে এগোবে।
ম্য়াচে প্রথমে ব্য়াটিং করতে নেমে শ্রীলঙ্কা ২৩০ রান বোর্ডে তুলতে পারে। কিন্তু রান তাড়া করতে নেমে ২৩০ রানই বোর্ডে তুলতে পারে টিম ইন্ডিয়া। ৪৮ ওভারেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
কাদের ম্যাচ?
আজ ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচ খেলা হবে
কোথায় ম্যাচ?
ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি হবে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বোতে
কখন শুরু?
ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ২.৩০টায়, টস তার আধ ঘণ্টা আগে অর্থাৎ ২ টোয়
কোথায় দেখবেন ম্যাচ?
সোনি স্পোর্টস নেটওয়ার্কে খেলা হবে, সোনি ৩, সোনি ৪, সোনি ৫
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
সোনি লিভে দেখতে পারবেন ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি
আগের ম্য়াচে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। কুলদীপ যাদবের সঙ্গে স্পিনার অলরাউন্ডার অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দরও খেলেছিলেন একাদশে। কিন্তু লঙ্কা লোয়ার অর্ডারকে অল আউট করতেই কালঘাম ছুটে গিয়েছিল ভারতীয় বোলারদের। বিশেষ করে দুনিথ ওয়ালালেগের অর্ধশতরান চাপে ফেলে দিয়েছিল ভারতীয় বোলিং লাইন আপকে।
এদিকে, দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচের আগে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কা বোর্ডের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ''হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন ওয়ান ডে সিরিজের বাকি দুটো ম্য়াচ থেকে। ওঁর ব্যথা রয়েছে। প্রথম ওয়ান ডে ম্য়াচের ১০ নম্বর ওভারের শেষ বল করার সময় চোট পান। এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। জেফরে ভ্যানডারসেকে হাসারাঙ্গার পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে।'' প্রথম ওয়ান ডে ম্য়াচে নিজের ১০ ওভারের স্পেলে প্রথম ওয়ান ডে ম্য়াচে ৫৮ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছিলেন হাসারাঙ্গা।