IND vs SL Live: বল হাতে ম্য়াজিক রিয়ানের, প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানে লঙ্কা বধ ভারতের
India vs Sri Lanka, 1st T20: বিশ্বকাপ জেতার পর জিম্বাবোয়েতে গিয়ে তাদের ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে এসেছে ভারত। যে সময়টায় শ্রীলঙ্কার ক্রিকেটারেরা ব্যস্ত ছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে।
LIVE
Background
টি-২০ দলের অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের প্রথম সিরিজও। পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট দলেরও নতুন এক পর্ব শুরু হতে চলেছে শনিবার। অ্যাঞ্জেলো ম্যাথিউজ যুগ এখন অতীত। ওয়ানিন্দু হাসারাঙ্গার পরিবর্তে শ্রীলঙ্কার অধিনায়ক করা হয়েছে চরিথ আসালাঙ্কাকে। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সনৎ জয়সূর্যকে। কোচ হিসাবে তাঁরও বড় পরীক্ষা হতে চলেছে ভারতের বিরুদ্ধে।
তবে অবস্থানের দিক থেকে দুই দল সম্পূর্ণ দুই বিপরীত মেরুতে। ভারত সদ্য টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। যে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। বিশ্বকাপ জেতার পর জিম্বাবোয়েতে গিয়ে তাদের ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে এসেছে ভারত। যে সময়টায় শ্রীলঙ্কার ক্রিকেটারেরা ব্যস্ত ছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে।
সূর্যকুমার ও আসালাঙ্কা - দুজনই এর আগে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি টি-২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন স্কাই। তবে পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে এটাই প্রথম পরীক্ষা তাঁর। এই সিরিজে পূর্ণ শক্তির দল আনেনি ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা - তিনজনই টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা এই সিরিজের আগে চোট আঘাতে জর্জরিত। নুয়ান থুসারা ও দুষ্মন্ত চামিরা চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। এবার তাঁদের শিবিরে হানা দিয়েছে জ্বর।
IND vs SL 1st T20 Live: শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারাল ভারত
৪৩ রানে জয় ছিনিয়ে নিল ভারত। শেষ ওভারে পরপর ২ বলে দুটো বোল্ড করে ফেললেন রিয়ান পরাগ। ম্য়াচে নিলেন ৩ উইকেট।
SL vs IND Live: চোট পেয়েও উইকেট তুললেন বিষ্ণোই
চোখের নিচে চোট পেয়েও উইকেট তুলে নিলেন রবি বিষ্ণোই। খাতা খোলার আগেই বিষ্ণোইয়ের বলে আউট হয়ে ফিরলেন।
IND vs SL 1st T20 Live: আউট নিশাঙ্কা
৪৮ বলে ৭৯ রান করে পাথুম নিশাঙ্কা প্যাভিলিয়নে ফিরলেন। তাঁকে বোল্ড করে দিলেন অক্ষর পটেল।
SL vs IND Live: ৯ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৯১/১
কুশল মেন্ডিসকে (২৭ বলে ৪৫) ফেরালেন অর্শদীপ। ৯ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৯১/১।
IND vs SL 1st T20 Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে স্কোর ৫৫/০
পাল্টা লড়াই শ্রীলঙ্কার। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে স্কোর ৫৫/০।