Indian Team Announcement: ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের নেতৃত্বে বাংলার ক্রিকেটার, আর কারা সুযোগ পেলেন?
Team India: ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচের জন্য শুভমন গিল এবং সাই সুদর্শনকে রাখা হয়নি।

মুম্বই: আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের এ টিম (India A Tour of England) ঘোষণা করা হল । ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারত । প্রথম ম্যাচের জন্য শুভমন গিল এবং সাই সুদর্শনকে রাখা হয়নি । দ্বিতীয় ম্যাচ থেকে দলে এই দুজনকে রাখা হয়েছে । এই দলে শ্রেয়স আইয়ারকে জায়গা দেওয়া হয়নি । অন্য দিকে ঈশান কিষাণকে ভারতের এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ।
ইংল্যান্ড সফরের জন্য ভারত এ দলের ঘোষণা
ইংল্যান্ড সফরের জন্য ভারতের এ দল নির্বাচন করা হয়েছে । এই দল ইংল্যান্ডে ২ টি প্রথম শ্রেণির ম্যাচ এবং নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে । এই সফরের জন্য তরুণ ক্রিকেটার, বাংলার অভিমন্যু ঈশ্বরনকে অধিনায়ক করা হয়েছে । এছাড়াও দলে রয়েছেন বাংলার আরও দুই ক্রিকেটার - পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ । পাশাপাশি দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ, তনুশ কোটিয়ান, মানব সুতার, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খালিল আমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে এবং হর্ষ দুবে ।
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
— BCCI (@BCCI) May 16, 2025
India A’s squad for tour of England announced.
All The Details 🔽
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের এ দল
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক) (Abhimanyu Easwaran), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), করুণ নায়ার (Karun Nair), ধ্রুব জুরেল (Dhruv Jurel) (সহ অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), শার্দুল ঠাকুর (Shardul Thakur), ঈশান কিষাণ (Ishan Kishan) (উইকেটকিপার), মানব সুতার (Manav Suthar), তনুশ কোটিয়ান (Tanush Kotian), মুকেশ কুমার (Mukesh Kumar), আকাশ দীপ ( Akash Deep), হর্ষিত রানা (Harshit Rana), অংশুল কম্বোজ (Anshul Kamboj), খলিল আমেদ (Khaleel Ahmed), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), সরফরাজ খান (Sarfaraz Khan), তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande) ও হর্ষ দুবে (Harsh Dubey) ।
প্রথম শ্রেণির দুটি ম্যাচ খেলা হবে ক্যান্টারবেরি ও নর্দাম্পটনে । শেষ ম্যাচটি হবে ভারতের সিনিয়র দলের সঙ্গে ভারত এ দলের । ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে ভারত সিনিয়র দলের ।




















