CWC 2023: ভারতের বিশ্বকাপ দলে তাঁর জায়গাও এখনও পাকা নয়, দাবি অধিনায়ক রোহিতের
Indian Cricket team: আসন্ন এশিয়া কাপেও ভারতীয় একাদশে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা পূর্বাভাস দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।
মুম্বই: আর দুই মাস পরেই বিশ্বকাপ ভারতের মাটিতে বিশ্বকাপের (CWC 2023) আসর বসতে চলেছে। তার আগে একাধিক জাতীয় দলের (Indian Cricket Team) খেলোয়াড়ের দীর্ঘমেয়াদি চোট আঘাত, ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। মূলত মিডল অর্ডারে খেলা ব্যাটারদের চোট আঘাত নিয়ে চিন্তার বড় কারণ। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দাবি ভারতের বিশ্বকাপ দলে এখনও পর্যন্ত কারুর জায়গাই নিশ্চিত নয়।
তিনি দলের অধিনায়ক হলেও রোহিতের দাবি তাঁর জায়গাও ভারতের বিশ্বকাপে দলে নিশ্চিত নয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোহিত রিপোর্টারদের জানান, 'কারুর জায়গাই (বিশ্বকাপ দলে) পাকা নয়, এমনকী আমার জায়গাও নয়। হ্যাঁ, কয়েকজন হয়তো জানেন, যে তারা সম্ভবত বিশ্বকাপে দলে থাকবেন। তবে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে কয়েকজন খেলোয়াড়কে পরখ করে নেওয়া ভীষণই জরুরি ছিল। আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2023) আমি জানি আমাদের কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তবে দলে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে, যেগুলির উত্তর খুঁজে পাওয়াটা দরকার।'
এরপরেই ভারতীয় অধিনায়ক জানান দিন কয়েকের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। সেখানেও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট দলের সঠিক ভারসাম্য নির্ধারণ করার লক্ষ্যে পরীক্ষা নিরীক্ষা করতে পারে বলে পূর্বাভাস দেন রোহিত। তিনি বলেন, 'শ্রেয়স আর রাহুল চার মাস বড় চোট, এবং অস্ত্রোপ্রচারের জেরে কোনওরকম ক্রিকেট খেলতে পারেননি। আমার নিজেরও একবার অস্ত্রোপ্রচার হয়েছে। তাই তারপর যে ফেরাটা কতটা কঠিন, সেই বিষয়ে আমার ধারণা রয়েছে। দিনকয়েকেই দল ঘোষণা করা হবে এবং কী করা সম্ভব, সেই বিষয়ে আমরা আলোচনা করেই দল বাছাই করব। তবে সত্যি বলতে কারুর জায়গাই সুনিশ্চিত নয়। সকলেই দলে নিজের জায়গা পাকা করার জন্য পারফর্ম করতে হবে। অনেকের নামই দৌড়ে রয়েছে। তবে বিশ্বকাপে দলের ভারসাম্যর জন্য যেটা প্রয়োজন আমরা সেটাই করব। অবশ্য তার আগে এশিয়া কাপ রয়েছে।'
তিনি আরও যোগ করেন, 'এশিয়া কাপে ব্যাটাররা দক্ষ দলগুলির বিরুদ্ধে, চাপের মুখে কেমন ব্যাটিং করে, সেটা দেখতে চাই। আমরা ওই পারফরম্যান্স দেখেই বিচার বিবেচনা করব। তবে হ্যাঁ, এক, দুই জনের বদলে হাতে বাড়তি বিকল্প থাকাটা সবসময়ই ভাল। আশা করছি ওরা সময়ের মধ্যে ফিট হয়ে যাবে। সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ওরা এনসিএতে চার মাস মতো খেটেছে এবং তার পরিণামটা ফেল ইতিবাচক বলেই মনে হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা