IND vs SL: ভারতকে হারাতে ভারতীয় কোচের কাছেই গোপন প্র্যাক্টিস! ফাঁস করলেন কিংবদন্তি জয়সূর্য
Sanath Jayasuriya: টি-২০ ক্রিকেটে রোহিত ও কোহলির অনুপস্থিতি কাজে লাগাতে চান বলে জানিয়েছেন জয়সূর্য। ভারুচার তত্ত্বাবধানে ৬ দিন প্রস্তুতি সেরেছে শ্রীলঙ্কা।
কলম্বো: তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি। একটা সময় ভারতীয় বোলারদের কাছে আতঙ্কসম ছিলেন। সেই সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya) এখন শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ। ভারতের বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার মুখে ফাঁস করলেন, এক ভারতীয় কোচই তাঁদের নীল নকশা সাজাতে সাহায্য করছেন।
ভারতের বিরুদ্ধে নিজেদের দেশের মাটিতে তিনটি করে টি-২০ ও ওয়ান ডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের আগে শ্রীলঙ্কার কোচ জয়সূর্য জানিয়েছেন, ভারতীয় বোলারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রস্তুতিতে সাহায করেছেন জুবিন ভারুচা (Zubin Varucha)। যিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স ডিরেক্টর। পাশাপাশি মাতারা ড্যাশার নামে ক্রিকেটবিশ্বে বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, ভারতের টি-২০ দলে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো দুই মহাতারকা না থাকার সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবেন তাঁরা।
ভারুচার তত্ত্বাবধানে ৬ দিন প্রস্তুতি সেরেছে শ্রীলঙ্কা, জানিয়েছেন জয়সূর্য। তিনি বলেছেন, 'সদ্য লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। আমাদের ক্রিকেটারেরা সবাই ম্যাচের মধ্যেই ছিল। ঠিক যেটা আমরা চাই। সেটা হল যত বেশি সম্ভব ক্রিকেট ম্যাচ খেলা। যাতে মরশুমের শুরু থেকে ছন্দে থাকা যায়।'
তারপরই জয়সূর্য বলেন, 'রাজস্থান রয়্যালসের জুবিন ভারুচার তত্ত্বাবধানে ক্রিকেটারেরা ৬ দিন প্র্যাক্টিস করেছে। যে সমস্ত ক্রিকেটার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছিল, তারাও। প্র্যাক্টিস ও টেকনিক নিয়ে যেরকম প্রস্তুতি সব দল নিতে চায়, সেটাই আমাদের ছেলেরা নিয়েছে। আশা করছি ছেলেরা অনেক কিছু শিখেছে। খুব ভাল প্রস্তুতি হয়েছে। টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে আমাদের হাতে ক্যান্ডিতে আরও ২ দিন আছে।'
Sri Lanka announces the T20I squad for the India series, with Asalanka named as captain. #SLvIND pic.twitter.com/O5oeyFtLHU
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 23, 2024
তবে টি-২০ ক্রিকেটে রোহিত ও কোহলির অনুপস্থিতি কাজে লাগাতে চান বলে জানিয়েছেন জয়সূর্য। বলেছেন, 'রোহিত শর্মা আর বিরাট কোহলি বিশ্বের সেরা ক্রিকেটার। ওদের প্রতিভা আর ক্রিকেট মাঠে কী করেছে আমরা জানি, জাডেজাও তাই। ওদের অনুপস্থিতি ভারতের কাছে বড় ক্ষতি আর আমাদের সেটা কাজে লাগাতে হবে।'
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।