IND vs NZ: কিউয়িদের বিরুদ্ধে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার একাদশ? কী বললেন কোচ দ্রাবিড়?
Hardik Pandya: বাংলাদেশ ম্যাচে বোলিং করার সময় চোট পেয়ে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় হার্দিককে।
ধর্মশালা: নাগাড়ে চার ম্যাচে জিতে বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই বিজয়রথ অব্যাহত রাখার লক্ষ্যে রবিবাসরীয় ধর্মশালায় নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (IND vs NZ)। আইসিসি টুর্নামেন্টে ভারতের বরাবরের শক্ত গাঁট নিউজ়িল্যান্ড। বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে বিগত পাঁচ ম্যাচেই কিউয়িদের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। তাই ধর্মশালায় যে ভারতের চ্যালেঞ্জটা সহজ হবে না, তা বলাই বাহুল্য।
ভারতীয় দল এই ম্যাচে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) চোটের কারণে পাবে না। হার্দিক যে দলকে ভারসাম্য দেন, তা বলাই বাহুল্য। তাঁর অনুপস্থিতিতে কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ? ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানান হার্দিকের অনুপস্থিতি ঢাকতে একাধিক বিকল্প রয়েছে, তবে আগেভাগে তিনি তেমন কিছু জানাতে চান না। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'হার্দিক চারটি সিম বোলারের অন্যতম। তাই ও না থাকায় কেমন, কী দল হবে সেটা দেখা যাক। আমরা তিনটি ফাস্ট বোলার বা তিন স্পিনার নিয়ে মাঠে নামতেই পারি। প্রচুর বিকল্প তো রয়েইছে। আগেভাগে আমি কিছু জানাতে চাই না।'
বিকল্প আছে বটে, তবে নিউজ়িল্যান্ড ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার একাদশ ইতিমধ্যেই বাছাই করা হয়ে গিয়েছে বলেও জানিয়ে দেন দ্রাবিড়। 'কোন একাদশ নিয়ে আমরা নামব, তা তো ঠিক হয়ে গিয়েছে। বেশি কিছু বলব না। তবে দলের ভারসাম্য় বজায় রাখতে ভিন্ন ভিন্ন বিকল্প রয়েছে। শামির মতো একজন বোলার বাইরে বসে রয়েছে। ওকে এই ম্য়াচ খেলানোর একটা ভাল সুযোগ রয়েছে। অশ্বিনের দক্ষতা নিয়েও প্রশ্ন থাকতে পারে না। ও তো বাইরে বসে রয়েছে। তাই হার্দিক ফিট হওয়া এইরকম বেশ কয়েকটি বিকল্প আমাদের কাছে আছে।' বলেন ভারতীয় দলের কোচ।
রবিবারের প্রতিপক্ষকেও কিন্তু দ্রাবিড় যথেষ্ট সমীহ করছেন। কিউয়ি দল প্রসঙ্গে তিনি বলেন, 'ওরা খুব ভাল দল এবং ভাল ক্রিকেটটাও খেলছে। ওদের অনেকেই তো আইপিএলে নিয়মিত খেলে। তাই এই পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে ওরা অবগত। এখানে তো আগে খেলেওছে ওরা। আমরা পরিকল্পনা তৈরির সময় ওদের দল নিয়ে যখন বিশ্লেষণ করছিলাম, তখনই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে ওদের দলে অভিজ্ঞতা ও গভীরতা, উভয়ই রয়েছে। দল দারুণ ভারসাম্য রয়েছে'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর