Joginder Meets Dhoni: বিশ্বকাপ জিতিয়ে রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন, ১২ বছর পর দেখা ধোনির সঙ্গে
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতি উস্কে দিলেন স্বয়ং যোগিন্দর। ধোনির সঙ্গে নিজের একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই ছবিটা এখনও ভোলেননি।
সাল ২০০৭। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল প্রথম টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। আর সেই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
সেই ফাইনালে ক্যাপ্টেন কুলের একটি চাল গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) বল তুলে দিয়েছিলেন যোগিন্দর শর্মার (Joginder Sharma) হাতে। তাঁর বলে সাহসী শট খেলতে গিয়ে আউট হয়ে যান পাক অধিনায়ক মিসবা উল হক। ভারতের কাছে হার মানে পাকিস্তান। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কানে এখনও গমগম করে রবি শাস্ত্রীর সেই ধারাভাষ্য, 'শ্রীসন্থ টেকস ইট। ইন্ডিয়া ওয়ন দ্য ওয়ার্ল্ড কাপ।'
কিন্তু সেই ম্যাচের পর থেকে আর সেভাবে দেখা যায়নি যোগিন্দর শর্মাকে। যিনি পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে ম্যাচ জিতিয়ে রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন। এরপর বাইশ গজের কেরিয়ারে বলার মতো কিছু করে উঠতে পারেননি যোগিন্দর। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে কার্যত ভুলতে বসেছেন।
তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতি উস্কে দিলেন স্বয়ং যোগিন্দর। ধোনির সঙ্গে নিজের একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ভারতের হয়ে ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন যোগিন্দর শর্মা। ৪টি ওয়ান ডে ও সংখ্যক টি-২০। ২০০৭ সালেই হরিয়ানা পুলিশে যোগদান করেন যোগিন্দর। সেখানে এখন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে কর্মরত (DSP)। ২০১৭ সালের পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি যোগিন্দর। ২০২৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন।
ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে ছবি পোস্ট করে যোগিন্দর লিখেছেন, 'অনেকদিন পর ধোনির সঙ্গে দেখা হল। ১২ বছর পর মাহির সঙ্গে দেখা করে ভীষণ ভাল লাগছে।'
Instagram-এ এই পোস্টটি দেখুন
আরও পড়ুন: অলিম্পিক্স কোয়ার্টার ফাইনালের শেষে মাঠেই হাতাহাতি আর্জেন্তিনা ও ফ্রান্সের ফুটবলারদের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।