Gautam Gambhir: মা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি দেশে ফিরেছিলেন, গুরু গম্ভীরকে কবে থেকে পাবে টিম ইন্ডিয়া?
India vs England: গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ও সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মর্কেল ভারতীয় দলের প্র্যাক্টিস ও প্রস্তুতির তত্ত্বাবধান করছিলেন।

মুম্বই: ইংল্যান্ডের মাটিতে সবে প্রস্তুতি শুরু করেছিল ভারতীয় দল। আচমকাই দেশে ফিরে আসতে হয়েছিল গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। যা নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল। পরে জানা যায়, আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন গম্ভীরের মা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই কারণেই তড়িঘড়ি দেশে ফেরা গম্ভীরের। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, কঠিন এই সফরে কি হেডস্যরকে ছাড়াই খেলতে হবে শুভমন গিলদের (Shubman Gill)?
কেন্ট ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল ১৩ জুন থেকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে তার আগেই গৌতম গম্ভীরকে দেশে ফিরতে হয়। আসলে তাঁর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একটা সময় মনে করা হয়েছিল, ভি ভি এস লক্ষ্মণকে ভারতীয় দলের অস্থায়ী কোচ করা হবে। ইংল্যান্ডে আছেন লক্ষ্মণ। যদিও ইংল্যান্ড সফরে তাঁর কোনও আনুষ্ঠানিক নিয়োগ হয়নি। এটা স্পষ্ট নয় যে, লক্ষ্মণ ইংল্যান্ডে কেন গিয়েছেন। তবে মনে করা হচ্ছে যে, তিনি ক্রিকেট সম্পর্কিত অন্য কোনও কারণে ইংল্যান্ডে গিয়েছেন। বা এটা তাঁর ব্যক্তিগত ভ্রমণও হতে পারে। প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। তিনি এর আগেও অনেক সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় ছিলেন। যদিও এবার তেমনটা হওয়ার সম্ভাবনা কম।
কারণ, শেষ পাওয়া খবর অনুযায়ী, গম্ভীর ভারতীয় দলে যোগ দিচ্ছেন। তিনি মঙ্গলবার ইংল্যান্ডে পৌঁছে যাবেন বলেই খবর। শুক্রবার থেকে লিডসে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচে গুরু গম্ভীরকে দেখা যাবে বলেই খবর। শোনা যাচ্ছে, গম্ভীরের মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ও সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মর্কেল ভারতীয় দলের প্র্যাক্টিস ও প্রস্তুতির তত্ত্বাবধান করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ভারত এ দলের কোচ হৃষিকেষ কানিতকরও। যদিও বেকেনহামের ম্যাচটি রুদ্ধদ্বার খেলা হচ্ছে।
ইন্ডিয়া বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুভমন গিলের নেতৃত্বাধীন দল কেন্ট মাঠে অনুশীলন করছে। প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর মায়ের অসুস্থতার কারণে ভারতে ফিরে এসেছেন। বর্তমানে দলের সঙ্গে রয়েছেন ভি ভি এস লক্ষ্মণ। কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল যে, তাঁকে এই সফরে প্রধান কোচ করা যেতে পারে।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ভারতের লাইভ সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে হবে। লাইভ স্ট্রিমিং হবে জিও হটস্টারে । ম্যাচ ভারতীয় সময় অনুসারে দুপুর ৩:৩০ মিনিটে শুরু হবে।




















