Indian Cricket Team: হাইভোল্টেজ সূচি, ইংল্যান্ড সিরিজের পর চলতি বছরে আর কোন কোন সিরিজ খেলবে ভারত?
Indian Cricket: আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে টেস্ট িরিজ। দ্বিতীয় টেস্ট খেলা হবে আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে। ডিসেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ান ডে ম্য়াচের সিরিজ শুরু হবে।

মুম্বই: চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া। তবে চলতি ইংল্য়ান্ড সিরিজে এখনও ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। কিন্তু ইংল্যান্ড সিরিজের পরও হাইভোল্টেজ অনেক সিরিজ অপেক্ষা করছে মেন ইন ব্লুজদের জন্য। ইংল্যান্ড সিরিজের পর ভারতীয় দলের বাংলাদেশ উড়ে যাওয়ার কথা। সেখানে টেস্ট সিরিজ খেলার কথা ছিল শুভমন গিলের দলের। কিন্তু এখন অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলা অনিশ্চিত। দু দেশের রাজনৈতিক টানাপোড়েনের জন্য হয়ত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আগস্ট মাসে কোনও আন্তর্জাতিক সূচি থাকবে না ভারতের।
সেক্ষেত্রে এশিয়া কাপই হতে পারে ভারতের পরবর্তী সূচি। যা আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা। আপাতত যা ঠিক আছে, তাতে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা। এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করবে ভারত। আগামী ২ অক্টোবর আমদাবাদে প্রথম টেস্ট ও আগামী ১০ অক্টোবর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা দ্বিতীয় টেস্ট।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ভারতে আসবে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে টেস্ট িরিজ। দ্বিতীয় টেস্ট খেলা হবে আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে। ডিসেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ান ডে ম্য়াচের সিরিজ শুরু হবে। এরপর পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে প্রোটিয়া শিবির ভারতে।
ঋষভ পন্থ কি আদৌ দ্বিতীয় ইনিংসে ভারতের জার্সিতে খেলতে নামতে পারবেন ম্য়াঞ্চেস্টারে?আপাত দৃষ্টিতে উত্তর না। কিন্তু পন্থ কিন্তু পৌঁছে গিয়েছেন মাঠে। পন্থের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, 'ওঁ এখানে চলে এসেছেন'। তবে সেই ছবিতে পন্থকে দেখা যাচ্ছে ক্রাচ হাতে তিনি কোনওক্রমে মাঠে প্রবেশ করছেন। এমন পরিস্থিতিতে তিনি যেখানে নিজের পায়েই দাঁড়াতে পারছেন না, সেখানে পন্থ কীভাবে ব্যাটিং করবেন, সেই প্রশ্ন উঠছে।
এখনও পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় ভারত দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে নিয়েছে ইংল্যান্ডের থেকে। হাতে এখনও ৬ উইকেট রয়েছে। শুভমন গিলের সেঞ্চুরির পর ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন।




















