Indian Cricket Team: ইংল্যান্ডে সিরিজ় ড্রয়ের পরে নতুন ভূমিকায় শুভমন! এশিয়া কাপে বাড়তি দায়িত্ব পাচ্ছেন গিল?
Shubman Gill: এক বছরেরও অধিক সময় পরে এশিয়া কাপের মাধ্যমেই ভারতীয় টি-টোয়েন্টি দলে শুভমন গিলের কামব্যাক প্রায় পাকা বলেই দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই টানটান ভারত বনাম ইংল্যান্ড সিরিজ় শেষ হয়েছে। সেই সিরিজ়ে অধিনায়ক এবং ব্যাটার, উভয় ভূমিকাতেই প্রভাবিত করেছেন তরুণ ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। এরপরেই তাঁকে ঘিরে একাধিক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী ভারতীয় (Indian Cricket Team) টেস্ট অধিনায়ককে আবারও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হতে পারে। এশিয়া কাপেই (Asia Cup 2025) অক্ষর পটেলের বদলে সূর্যকুমারের ডেপুটি হিসাবে দায়িত্ব পাচ্ছেন গিল।
৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের মহারণ শুরু হবে। সেই টুর্নামেন্টটি এবারে বিশ ওভারের ফর্ম্যাটে খেলা হবে। এই টুর্নামেন্টেই গিল ভারতীয় দলের টি-টোয়েন্টি সেট আপে তো ফিরছেনই, পাশাপাশি তাঁকে বিসিসিআই পুনরায় সহ-অধিনায়কও করতে চলেছে বলে শোনা যাচ্ছে। গিল কিন্তু গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ়ের পর এক বছরেরও বেশি সময়ে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। সেই সময়ে অক্ষর পটেলকে ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ঘোষণা করা হয়।
তবে গিল এশিয়া কাপেই এই ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন এবং তাঁকে সূর্যর ডেপুটির দায়িত্বও দেওয়া হতে পারে। অবশ্য এই দায়িত্ব কিন্তু গিলের জন্য নতুন নয়। তিনি গত বছর ভারতের বিশ্বজয়ী দলের সদস্য না হলেও, নতুন কোচ গৌতম গম্ভীর তাঁকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করেন। তিনি ওয়ান ডে দলেরও সহ-অধিনায়ক বটে। এবার নিজের পুরনো দায়িত্ব ফিরে পেতে পারেন গিল। এর পাশাপাশি কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে গিলকে টেস্টের পাশাপাশি ওয়ান ডেতেও অধিনায়ক নির্বাচিত করা হোক।
অনেকে রিপোর্টেই দাবি করা হচ্ছে দুই বছরেরও অধিক সময় পরে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হওয়ায় বিরাট কোহলি এবং ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার জায়গা সেই টুর্নামেন্টের জন্য পাকা নয়। সেক্ষেত্রে সহ-অধিনায়ক হিসাবে গিল নতুন নেতা হওয়ার দৌড়ে থাকবেন বটে। তবে এক বিসিসিআই সূত্র দাবি করেছেন যে রোহিত বা বিরাটের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। তিনি PTI-কে জানান, 'যদি ওদের মনে কিছু থাকে, তাহলে ঠিক যেমনভাবে ইংল্যান্ড সফরের আগে ওরা জানিয়েছিল, তেমনই এই বিষয়েও বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের নিশ্চয়ই কিছু বলবে।'
রোহিত ও কোহলিকে বিজয় হাজারে ট্রফি খেলে নিজেদের ফর্ম ও ফিটনেস প্রমাণ করতে হতে পারেও দাবি করা হচ্ছে। তবে সেই রিপোর্টও নস্যাৎ করে দিয়েছেন ওই আধিকারিক।




















