Lanka Premier League: লঙ্কা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের, কী বলছেন আয়োজকরা?
Lanka Premier Leauge: আগামী লঙ্কা প্রিমিয়ার লিগে মোট ২৪টি ম্য়াচ হবে। ২০টি লিগের ম্য়াচ ও ৪টি নক আউটের ম্য়াচ। তিনটি ভেন্যু ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটাররা এবার অংশ নেবেন লঙ্কা প্রিমিয়ার লিগেও। হ্যাঁ, গত সোমবার এমনটাই জানিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগের আয়োজকরা। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই নিয়ে ষষ্ঠ বছরে পা রাখছে লঙ্কা প্রিমিয়ার লিগ।
আগামী লঙ্কা প্রিমিয়ার লিগে মোট ২৪টি ম্য়াচ হবে। ২০টি লিগের ম্য়াচ ও ৪টি নক আউটের ম্য়াচ। তিনটি ভেন্যু ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো ও ডাম্বুলায় হবে ম্য়াচগুলো। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ''প্রথমবারের জন্য, ভারতীয় ক্রিকেটাররা লঙ্কা প্রিমিয়ার লিগের আগামী মরশুমে যোগ দিতে পারেন। খুব দ্রুত সেই সব ভারতীয় ক্রিকেটারদের নামের তালিকা ঘোষণা করা হবে। এর ফলে দর্শক ও ক্রিকেট প্রেমীদের মধ্য়ে বাড়তি উন্মাদনা দেখা যাবে নিঃসন্দেহে।''
টুর্নামেন্টের ফর্ম্য়াট অনুযায়ী লিগ পর্যায়ে সব দলই একে অপরের বিরুদ্ধে দুবার করে খেলবে। রাউন্ড রবিন পর্বের পর প্রথম চারটি দল প্লে অফের জায়গা করে নেবে। প্রথম প্লে অফে কোয়ালিফায়ার ১ এ প্রথম দুটো দল মুখোমুখি হবে। যে দল জিতবে তারাই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। প্লে অফের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল যে ম্য়াচ খেলবে সেটি হবে এলিমিনেটর। অনেকটা আইপিএলের নিয়মেই লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলা হবে।
বাড়ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে টিকিটের চাহিদা
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার হয়ত খেলতে দেখা যাবে ২ ভারতীয় ক্রিকেটারকে। তাঁদের দেখার জন্য টিকিটের চাহিদা নিঃসন্দেহে বাড়ছে। সিডনিতে আগামী ২৫ অক্টোবর তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্য়াচের টিকিট নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছে প্রায়। তবে উল্লেখযোগ্য বিষয় হল প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের টিকিট না কি সব বিক্রি হয়ে গিয়েছে। আগামী ২৯ অক্টোবর এমসিজিতে প্রথম টি-টোয়েন্টি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতের সহ অধিনায়ক শুভমন গিল। যিনি আবার ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতের নতুন অধিনায়ক এখন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফেও আভাস দেওয়া হয়েছিল যে দুই কিংবদন্তি ক্রিকেটারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সংবর্ধিত করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি। আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর।




















