Jasprit Bumrah: মেলবোর্নে নামার আগেই টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ডের মালিক এখন বুমরা
IND vs AUS: এখন টেস্টে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন বুমরা। ঝুলিতে রয়েছে ৯০৪ রেটিং পয়েন্ট। ৯০০-র ওপরে রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলারদের মধ্য়ে বুমরা দ্বিতীয়।
মেলবোর্ন: টেস্ট ক্রিকেটে আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। একের পর এক ম্য়াচে ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন তারকা ডানহাতি পেসার। মেলবোর্ন টেস্টে মাঠে নামার আগেই এবার ভারতের তারকা ডানহাতি পেসার ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিনকে। গত পাঁচ বছরে ৪৩ টেস্টে খেলেছেন বুমরা। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন তিনি। এখন টেস্টে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন বুমরা। ঝুলিতে রয়েছে ৯০৪ রেটিং পয়েন্ট। ৯০০-র ওপরে রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলারদের মধ্য়ে বুমরা দ্বিতীয়। তার আগেই এই নজির গড়েছিলেন অশ্বিন। ৯০৪ রেটিং পয়েন্ট ছিল অশ্বিনের ঝুলিতে। ২০১৬ ইংল্যান্ড সফরের সময় নিজের সেরা রেটিং ৯০৪ পয়েন্ট ছুঁয়েছিলেন অশ্বিন। তখন তিনিই বিশ্বের এক নম্বর বোলার ছিলেন টেস্টে। তেমনই বুমরাও এই মুহূর্তে ৯০৪ রেটিং পয়েন্টের মালিক। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে আরও দুটো টেস্টে ভাল পারফর্ম করে এই রেটিং পয়েন্টও টপকে যেতে পারেন বুমরা।
এবারের সিরিজে তিনটি টেস্ট মিলে এখনও পর্যন্ত ১৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। পারথ টেস্টে অধিনায়ক ছিলেন বুমরাই। নিজেই ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন। অজি ব্যাটিং লাইন আপকে একাই ভেঙে দিয়েছিলেন তারকা পেসার। আগামীকাল অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে শুরু সিরিজের চতুর্থ টেস্ট। যা বক্সিং ডে টেস্ট নামেও পরিচিত। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তিন নম্বরে নেমে গিয়েছে ভারতীয় দল। লর্ডসে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতের কাছে বাকি দুটো টেস্টে জয় ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।
বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে যে ঘোর আশঙ্কা রয়েছে, তা বলাই বাহুল্য। তবে লর্ডসের ফাইনালে পৌঁছনোটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অসম্ভব নয়। টেস্টের বেস্ট হওয়ার খেতাবি লড়াইয়ে পৌঁছনোর দৌড়ে এখনও চার দল রয়েছে। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাও টেস্টের সেরা হওয়ার দৌড়ে রয়েছে। আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় একে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া এবং তিনে ভারতীয় দল রয়েছে। শ্রীলঙ্কান দল রয়েছে নিউজ়িল্যান্ডের পর পাঁচ নম্বরে।
এমন পরিস্থিতিতে চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ়ের বাকি দুই ম্যাচ টিম ইন্ডিয়া জিতলে বাকি সিরিজ়গুলির ফলাফল যাই হোক না কেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। আর কারুর ওপর নির্ভর করতে হবে না, কোনও দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে না রোহিত বাহিনীকে। সিরিজ় যদি ভারতীয় দলের পক্ষে ২-১ স্কোরলাইনে শেষ হয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে ফাইনালে পৌঁছতে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ় ০-১ হারতে হবে বা ১-১ সিরিজ় ড্র হতে হবে।