IND vs PAK: বিশেষভাবে সক্ষমদের ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক বধ ভারতের
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে নিয়েছিল। ভারতীয় দলের হয়ে ৪৭ বল ঝোড়ো ৫৯ রানের ইনিংস খেলেন নিখিল মানহাস।

কলম্বো: আগামী ২৩ ফেব্রুয়ারি ২২ গজে মুখোমুখি হবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমরা (Babar Azam)। কিন্তু তার আগেই একবার ক্রিকেটে পাকিস্তানকে হারাল ভারত। এটাও চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মঞ্চ। বিশেষভাবে সক্ষমদের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। তাও আবার ১০৯ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানে হারাল ভারত। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে নিয়েছিল। ভারতীয় দলের হয়ে ৪৭ বল ঝোড়ো ৫৯ রানের ইনিংস খেলেন নিখিল মানহাস। ছয়টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। দলের অধিনায়ক বিক্রান্ত কেনি ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের বোলাররা কেউই ভারতীয় ব্যাটারদের আটকাতে পারেননি। ৫.৫০ রান রেটে ব্যাটিং করেছেন ভারতের ব্যাটাররা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে চমক
ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে অক্ষর পটেলকে। তবে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন ঋষভ পন্থ। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের উইকেটকিপার গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও কেলেছিলেন। তবে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়নি। একইভাবে দলে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলকে। মনে করা হচ্ছে, তাঁদের তিনজনকেই বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। টানা ক্রিকেটের ধকল থেকে রেহাই দিতে। উইকেটকিপার হিসাবে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামস ও ধ্রুব জুরেলকে। ব্যাটিং অলরাউন্ডার রিয়ান পরাগের কাঁধে চোট রয়েছে। তাই তাঁকেও দলে রাখা হয়নি। রিপোর্ট অনুযায়ী বুমরাকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। ওর ফিটনেস এবং চোট সেখানেই পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও রবিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করার শেষদিন।
বুমরার চোট আশঙ্কা
বিসিসিআইয়ের সূত্র যা জানাচ্ছেন, তাতে বুমরার ফিট হতে হতে মার্চের প্রথম সপ্তাহ। ভারতীয় দল ২ মার্চ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে। ততদিনে তারকা ফাস্ট বোলার ফিটনেসের ছাড়পত্র পাবেন কি না, তা নিশ্চিত নয়। অর্থাৎ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারবেন না, এমনটা ধরে নেওয়াই যায়। শেষমেশ কী হয়, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। বুমরার না থাকাটা যে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হবে, তা বলাই বাহুল্য।




















