Hardik Pandya: জাহান্নমে যাও, বান্ধবীর সামনেই আক্রমণ হার্দিককে! কী করলেন ভারতের তারকা অলরাউন্ডার?
Indian Cricket Team: রেস্তোরাঁ থেকে হার্দিক ও মাহিকা বেরতেই তাঁদের ঘিরে ধরেন অনুরাগীরা। সকলেই সেলফির আব্দার জানাতে থাকেন। তখনই বিপত্তি।

মুম্বই: সেলফি তোলার আব্দার সামলাতে গিয়ে ভক্তদের কাছে কুকথা শুনতে হল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারলেও ওয়ান ডে ও টি-২০ - পরপর দুই সিরিজে জিতেছে ভারত। নিউজ়িল্যান্ড সিরিজের আগে আপাতত ছুটির মেজাজে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। প্রেমিকা মাহিকার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তবে সেখান থেকে বেরনোর সময় তারকা অলরাউন্ডার ও মাহিকা শর্মার এমন এক ভিডিও ভাইরাল হল, যেখানে ভক্তদের দেখা গিয়েছে হার্দিককে লক্ষ্য করে গালাগালি দিতে। তবে যেভাবে পরিস্থিতি সামলেছেন হার্দিক, তা দেখে মুগ্ধ নেটিজেনরা।
ঠিক কী ঘটেছিল? মাহিকার সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন হার্দিক। বড়দিনের আগের সন্ধ্যায়। রেস্তোরাঁ থেকে হার্দিক ও মাহিকা বেরতেই তাঁদের ঘিরে ধরেন অনুরাগীরা। সকলেই সেলফির আব্দার জানাতে থাকেন। প্রাথমিক ভাবে রাজিও হয়ে যান হার্দিক। মাহিকাকে গাড়িতে তুলে দিয়ে সেলফির জন্য ভক্তদের সঙ্গে পোজ দেন হার্দিক। কিন্তু ভিড় বাড়তে থাকায় তিনি গাড়ির দিকে এগোন। এক অনুরাগী অনেক চেষ্টা করেও হার্দিকের কাছাকাছি পৌঁছতে পারেননি। প্রিয় তারকা চলে যাচ্ছেন দেখে তিনি দূর থেকেই চেঁচিয়ে ওঠেন, 'ভাড় মে যাও।' যার বাংলা করলে দাঁড়ায়, 'জাহান্নমে যাও।'




















