Rohit Sharma: এশিয়া কাপের দলে নেই তাঁরা, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া সফরের কড়া অনুশীলন সারছেন রোহিত, রাহুল
BCCI: ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে খেলার ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে রানার্স আপ হতে হয়েছিল ভারতকে রোহিতের নেতৃত্বে।

বেঙ্গালুরু: এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার খেলছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সুপার ফোরে উঠে সেখানেও প্রথম ম্য়াচে পাকিস্তানকে রবিবার হারিয়ে দিয়েছে তারা। শেষবার ২০২৩ সালের এশিয়া কাপে ভারতই খেতাব জিতেছিল। সেবার অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। যিনি কুড়ির ফর্ম্য়াট থেকে গত বছরই সরে দাঁড়িয়েছেন। চলতি বছর টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছেন হিটম্য়ান। শুধু ওয়ান ডে ফর্ম্য়াটেই এখন দেখা যাবে রোহিতকে। তার প্রস্তুতিই শুরু করে দিলেন রোহিত শর্মা। একদিকে যখন ভারতীয় দল এশিয়া কাপ খেলতে ব্যস্ত, তখন বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে জিম সেশন ও রোহিতের নেট সেশনের একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা গিয়েছে অনুশীলন সারছেন কে এল রাহুলও।
২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে খেলার ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে রানার্স আপ হতে হয়েছিল ভারতকে রোহিতের নেতৃত্বে। অধিনায়ক হিসেবে ওয়ান ডে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করতে মরিয়া হিটম্য়ান। তবে রোহিতের কাঁধে নেতৃত্বভার ততদিন থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। যদিও ফিটনেস ঠিক রাখতে ও অনুশীলনে কোনও খামতি রাখছেন না রোহিত।
View this post on Instagram
কালো টি শার্ট পরে রোহিতকে দেখা গেল বেশ কিছুক্ষণ ট্রেনারের তত্ত্বাবধানে জিম সেশনে। নেটে রোহিত ও রাহুল দুজনকেই বেশ ছন্দে দেখা গেল। স্টেপ আপ করে ৩৮ এর রোহিতের ব্যাট থেকে এল বেশ কিছু পেল্লাই ছক্কাও। যে ভিডিও সোশ্য়াল মিডিয়ায় দেখে ক্রিকেট প্রেমীরাও বেশ খুশি। হিটম্য়ানকে অস্ট্রেলিয়া সফরে এমন ছন্দেই দেখতে চান ক্রিকেটপ্রেমীরা।
বিরাট কোহলিকেও ফের ওয়ান ডে ফর্ম্য়াটেই দেখা যাবে ভারতীয় দলের জার্সিতে। কারণ তিনিও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন।




















