INDW vs WIW: স্মৃতি, জেমিমার অর্ধশতরান, ৪৯ রানে ক্যারিবিয়ানদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে অভিযান শুরু ভারতের
INDW vs AUSW T20: তিন ম্য়াচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারতের মেয়েরা। বল হাতে বাংলার তিতাস সাধু নজর কাড়লেন। একাই তিন উইকেট তুলে নিলেন তিনি।
নবি মুম্বই: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে (T20 Cricket) জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ৪৯ রানে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। অর্ধশতরান হাঁকালেন স্মৃতি মন্ধানা ও জেমিমা রডরিগেজ। তিন ম্য়াচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারতের মেয়েরা। বল হাতে বাংলার তিতাস সাধু নজর কাড়লেন। একাই তিন উইকেট তুলে নিলেন তিনি।
এদিন প্রথমে টস জিতে ফিল্ডিং নেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন হিলি ম্য়াথিউজ। ভারতের হয়ে এদিন ওপেনে নামেন স্মৃতি মন্ধানার সঙ্গে উমা ছেত্রী। ২৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি বাউন্ডারির সাহায্যে তিনি এই ইনিংস খেলেন। ৩৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন স্মৃতি। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। তবে ভারতে হয়ে এদিন সর্বােচ্চ স্কোর করেন জেমিমা রডরিগেজ। ৩৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেন রিচা ঘোষ। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
কোয়েনা জোসেফ ৩৩ বলে ৪৯ রান করেন ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। ডিয়েন্ড্রা ডটিন ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান বোর্ডে তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্য়াচে ৪৯ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
গাব্বায় দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া চালকের আসনে
প্রথম দিনে বৃষ্টির জন্য মাত্র ৮০ বল খেলা হয়েছিল। বোর্ডে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে গোটা সাত উইকেটের বিনিময়ে ৩৭৭ রান তুলল অজ়িরা। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪০৫/৭। ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক সাত রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন। অস্ট্রেলিয়ার দিনে ভারতীয় দলের সমর্থকদের জন্য একমাত্র আনন্দের কারণ যশপ্রীত বুমরা। তারকা ফাস্ট বোলার পাঁচ পাঁচটি উইকেট নিলেন। তবে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ যে ম্যাচের রাশ অজ়িদের হাতেই তুলে দিয়েছেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।