Shafali Verma: 'বিশ্বজয়ের রাতে ঘুমোইনি, মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম', এখনও স্বপ্ন মনে হচ্ছে শেফালির
Indian Womens Cricket: মূল স্কোয়াডে সুযোগ মেলেনি প্রথমে। ওপেনার হিসেবে টুর্নামেন্টের শুরু থেকে নামছিলেন প্রতিকা রাওয়াল। সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন কিউয়িদের বিরুদ্ধে।

মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। ফাইনালে ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন দলের তরুণী ওপেনার শেফালি বর্মা। বল হাতেও দু উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ফাইনালে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন শেফালি। ২১ বছরের তরুণী ওপেনার বলছেন, বিশ্বজয়ের রাতে ঘুমোতেই পারেননি তিনি।
শেফালি বিশ্বকাপ খেলার কথাই ছিল না। মূল স্কোয়াডে সুযোগ মেলেনি প্রথমে। ওপেনার হিসেবে টুর্নামেন্টের শুরু থেকে নামছিলেন প্রতিকা রাওয়াল। সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন কিউয়িদের বিরুদ্ধে। কিন্তু ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান প্রতিকা। তাঁর পরিবর্তেই দলে ঢুকে পড়েন শেফালি। মাত্র দুটো ম্য়াচেই সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে খেলার। আর ফাইনালে তিনিই নায়িকা গল্পের। সেই শেফালি বলছেন, ''বিশ্বকাপ জেতার রাতে আমি ঘুমোইনি। এই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। আমার ঠিক খেয়ালও ছিল না, কখন রাত কেটে গিয়েছিল।''
১৯৮৩ ও ২০১১ সালে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতে যেমন মুহূর্ত উপভোগ করেছিল, সেই রকমই অনুভূতি ভোগ করছিলেন শেফালি। দেশবাসী যেভাবে ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়ের আনন্দে আনন্দিত হয়েছে, তা দেখে অভিভূত শেফালি। তিনি বলছেন, ''এই জয় শুধু আমাদের নয়। এই জয় মহিলা ক্রিকেটের। আমাদের ভাল লাগছে আমাদের দেখে অনেক মেয়েরা ক্রিকেটের পথে এগিয়ে এসেছে। খোলা মনে ক্রিকেট খেলতে পারছে তারা।''
এর আগে শেফালি বলেছিলেন, ''শেষ একটা বছর খুব খারাপ কেটেছে আমার। অনেক সমালোচনা, অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। কিন্তু আমি কঠোর পরিশ্রম করা থামাইনি। ভগবান সেটারই পুরস্কার দিয়েছেন আমায়। তাই সেমি ফাইনালের আগে যখন দলে যোগ দিয়েছিলাম, তখনই ঠিক করে নিয়েছিলাম বিশ্বকাপ জয়ে অবদান রাখতেই হবে। ফাইনালের মতো বড় মঞ্চে নামার আগে নার্ভাস ছিলাম। কিন্তু নিজেকে শান্ত রেখে পরিকল্পনা বাস্তবায়িত করেছি।''
উল্লেখ্য়, কিছুদিন আগেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন শেফালির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে নাসের হুসেন বলেছেন, ''দারুণভাবে নিজের কেরিয়ার শুরু করেছিল শেফালি। দারুণ ইনিংস খেলেছে একের পর এক। প্রত্যেক বোলারকেই আক্রমণ করেছে শেফালি। ভয়ডরহীন ক্রিকেট খেলাতেই অভ্যস্ত শেফালি। এমন মনোভাব দারুণ মানসিকতার পরিচয় দেয়। শর্ট বলে চালিয়ে খেলতে পারে।''




















