INDW vs BANW: রেনুকার তিন শিকার, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে জয় হরমনপ্রীতদের
INDW vs BANW T20: রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০১ রানই বোর্ডে তুলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। তিন উইকেট নিয়ে রেনুকা ঠাকুর ম্য়াচের সেরা নির্বাচিত হন।
![INDW vs BANW: রেনুকার তিন শিকার, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে জয় হরমনপ্রীতদের INDW vs BANW: India wins by 45 runs; Renuka Singh picks three wickets get to know INDW vs BANW: রেনুকার তিন শিকার, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে জয় হরমনপ্রীতদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/02/ef91e7b37989122b6fe697eda71a22f81704205806535428_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিলেট: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Womens Cricket Team)। ৪৫ রানে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত কৌরের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারতীয় দল। জবাবে রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০১ রানই বোর্ডে তুলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। তিন উইকেট নিয়ে রেনুকা ঠাকুর ম্য়াচের সেরা নির্বাচিত হন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দল। স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা ওপেনিংয়ে নেমেছিলেন। ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্মৃতি মন্ধানা। অপর ওপেনার শেফালি ভার্মা ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ইয়াস্তিকা ভাটিয়ে ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান। হরমনপ্রীত কৌর ২২ বলে ৩০ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি হাঁকান ভারতীয় দলের ক্যাপ্টেন। উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ ১৭ বলে ২২ রানের ইনিংস খেলেন ২ টো বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। সাজানা ১১ রান করেন। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাজানা। জাতীয় দলের জার্সিতেও তাই সুযোগ চলে এসেছে।
View this post on Instagram
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ শিবির। ক্যাপ্টেন নিগার সুলতানা সর্বােচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। ৪৮ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। ভারতীয় বোলারদের মধ্যে রেনুকা ঠাকুর। ২ উইকেট নেন পূজা ভাস্ত্রাকার। ১টি করে উইকেট পান শ্রেয়ঙ্কা, দীপ্তি ও রাধা। খেলা শেষে রেনুকা বলেন, ''আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ। তিন উইকেট পেয়ে বেশ ভাল লাগছে। ব্যাটিং করা এই উইকেটে খুব একটা সহজও ছিল না। আমরা যখন বল করতে এসেছিলাম। আবহাওয়া ভাল ছিল। লাইন লেংথ বজায় রেখে শুধু স্টাম্প টু স্টাম্প বল করার চেষ্টা করেছিলাম। তাতেই সাফল্য এসেছে।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)