(Source: ECI | ABP NEWS)
INDW vs NZW: ব্যাটে দুরন্ত শতরান, তিন ম্য়াচ পরে জয়, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে স্মৃতির গলায় স্বস্তি
Smriti Mandhana নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনটি ক্যাচ ধরে ম্যাচ সেরা নির্বাচিত হন স্মৃতি মান্ধানা।

মুম্বই: নাগাড়ে তিন হারের পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠা নিয়েই তৈরি হয়ে গিয়েছিল বড়সড় প্রশ্ন। তবে সেই প্রশ্ন, সংশয় পিছনে ফেলে মেগা টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিলেন হরমনপ্রীত কৌররা। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান করার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজ়িল্যান্ডকে (INDW vs NZW) ৫৩ রানে হারাতেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় ভারতীয় মহিলা দল।
ভারতীয় দলের এই জয়ে অগ্রণী ভূমিকা নেন দলের ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। কেরিয়ারের ১৪তম ওয়ান ডে শতরান হাঁকান। তাঁর ব্যাট থেকে আসে ১০৯ রানের ইনিংস। পাশাপাশি তিনটি ক্যাচও নেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। এর সুবাদেই তাঁকে ম্যাচসেরা ঘোষণা করা হয়। তিন ম্যাচ হারের পর জয়ে ফিরে এবং সেমিফাইনালের টিকিট পাকা করে অবশেষে স্বস্তিতে স্মৃতিরা। ম্যাচের নায়িকাকে ম্যাচশেষে বলতে শোনা যায়, 'কোয়ালিফাই করাটা নিঃসন্দেহেই স্বস্তির। বিগত তিন ম্যাচ খুবই কঠিন ছিল। আমরা বিগত ম্যাচগুলিতে ভালই খেলেছিলাম কিন্তু জিততে পারিনি। অনেকটাই স্বস্তি পেয়েছি। আর হ্যাঁ, প্রতীকাও এই পুরস্কার পাওয়ার জন্য সমানভাবে যোগ্য।'
Leading from the 🔝 🫡#TeamIndia vice-captain Smriti Mandhana is the Player of the Match for her scintillating record-equalling hundred! 💯
— BCCI Women (@BCCIWomen) October 23, 2025
Scorecard ▶ https://t.co/AuCzj0Wtc3#WomenInBlue | #CWC25 | #INDvNZ | @mandhana_smriti pic.twitter.com/W0Yf5M5G0T
এদিন ভারতের জয়ের ভিত গড়েন দলের দুই ওপেনার। স্মৃতির পাশাপাশি প্রতীকা রাওয়ালও এদিন সেঞ্চুরি হাঁকান। দুইজনে মিলে ওপেনিংয়ে ২১২ রানের পার্টনারশিপ গড়েন। ২০২৪ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতি-প্রতীকা জুটিই সর্বাধিক রান করেছেন। এই সাফল্যের কারণ ব্যাখা করে স্মৃতি জানান, 'আমাদের বিগত আট মাসে বারংবার এই প্রশ্ন করা হয়েছে। আমাদের দুইজনের কেউই এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারব বলে মনে হয় না। তবে আমরা দুইজনেরই অনেকটা একরকম। দুইজনেরই লক্ষ্যে একই থাকে, দলকে জেতাব। মাঠে যে খুব বেশি কথাবার্তা বলি আমরা, তেমনটা কিন্তু নয়। ও আমায় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করে। আবার ওর ব্যাট চললে আমি অ্যাঙ্কারের ভূমিকা পালন করি। এটা কাজে দেয়। আমরা পরিস্থিতিবুঝে প্রয়োজনমতো স্ট্রাইক অদলবদলও করি।'
এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৯ ওভারে ভারত ৩৪০ রান করে। জবাবে ৪৪ ওভারে নিউজ়িল্যান্ড আট উইকেটে ২৭১ রান করে। ম্যাচ এরপর বৃষ্টিতে বাতিল হওয়ায় ৫৩ রানে ম্য়াচ জিতে নেয় ভারত।




















