Bravo IPL Retirement: আইপিএল থেকে অবসর, সিএসকের বোলিং কোচ হলেন ব্র্যাভো
Dwayne Bravo Retires: আইপিএলের মঞ্চকে একেবারে ছেড়ে যাচ্ছেন না তিনি। ব্র্যাভোকে চেন্নাইয়ের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হল।
![Bravo IPL Retirement: আইপিএল থেকে অবসর, সিএসকের বোলিং কোচ হলেন ব্র্যাভো IPL 2023 Dwayne Bravo Retires From IPL Appointed as Chennai Super Kings CSK Bowling Coach Bravo IPL Retirement: আইপিএল থেকে অবসর, সিএসকের বোলিং কোচ হলেন ব্র্যাভো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/02/bfa842f29ec53a2be2f3d2abc516237b1669974915080266_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: আইপিএলকে বিদায় জানালেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে আর খেলতে দেখা যাবে না এই তারকা অলরাউন্ডারকে। তবে আইপিএলের (IPL 2023) মঞ্চকে একেবারে ছেড়ে যাচ্ছেন না তিনি। ব্র্যাভোকে চেন্নাইয়ের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হল। কিছুদিন আগেই তাঁর জাতীয় দলের সতীর্থ কায়রন পোলার্ডও বিদায় জানিয়েছিলেন আইপিএলকে। এবার সেই পথেই হাঁটলেন ব্র্যাভোও।
View this post on Instagram
গত মরসুমে সব ম্যাচে খেলেননি ব্র্যাভো। এই মরসুম শুরুর আগেই প্রাক্তন এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছিল সিএসকে। এরপরই নিলামে নিজের নাম দেননি ব্র্যাভো। সিএসকের সোশ্য়াল মিডিয়ায় ব্র্যাভো নিজের অবসরের বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, আইপিএলে ১৬১টি ম্যাচে ১৫৮টি ইনিংসে বল করে ১৮৩টি উইকেট ঝুলিতে পুরেছেন। অন্য়দিকে ১১৩ ইনিংসে ব্যাট করতে নেমে ২২.৬১ গড়ে ১৫৬০ রান করেছেন ব্র্যাভো। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর নিজের আইপিএল কেরিয়ারে ইতি টানলেন পোলার্ড। তবে ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না। সদ্যই কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন পোলার্ড। এবার আইপিএল থেকেও অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার। সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। নিজের গোটা আইপিএল কেরিয়ারে মুম্বইয়ের জার্সি পরেই মাঠে নেমেছেন তিনি। পল্টনদের হয়ে পাঁচটি আইপিএল খেতাব জয়ের পাশাপাশি দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছেন পোলার্ড। তবে এখানেই ইতি। অবশ্য খেলোয়াড় হিসাবে ইতি টানার সঙ্গে সঙ্গেই তাঁকে নতুন ভূমিকায় নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। এবার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে পোলার্ডকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)