Dhanashree Verma: চাহালকে ভাঙিয়ে নিয়েছেন! ধনশ্রীকে তীব্র কটাক্ষ করে তৈরি ভিডিওতে লাইক রোহিত-ঘরনি রীতিকার
IPL 2025: গত সপ্তাহের বৃহস্পতিবার সমস্ত জল্পনায় সিলমোহর পড়েছে। আইনি পথে বিচ্ছেদ হয়ে গিয়েছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ।

মুম্বই: যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ধনশ্রী বর্মার (Dhanashree Verma)। আর সেই বিচ্ছেদের জন্য এককালীন খোরপোশ হিসাবে চাহালের থেকে ধনশ্রী ৪ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়েছেন বলে খবর। যা নিয়ে তুমুল বিতর্কও হচ্ছে। অনেকেরই মনে হচ্ছে, ধনশ্রী অনেক বেশি খোরপোশ নিয়েছেন। সকলেই চাহালের পাশে দাঁড়াচ্ছেন।
তারই মাঝে শোরগোল ফেলেছে রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদেহর (Ritika Sajdeh) সোশ্যাল মিডিয়ার একটি অ্যাক্টিভিটি। এক ইউটিউবার একটি ভিডিওতে ধনশ্রীকে তীব্র আক্রমণ করেছেন। এমনকী, ধনশ্রীকে সোনার খননকারীর সঙ্গেও তুলনা করেছেন। তিনি চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন, চাহালের কাছ থেকে অন্যায় সুবিধা নিয়েছেন ধনশ্রী।
আর সেই ভিডিওতে লাইক করলেন রীতিকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। মনে করা হচ্ছে, চাহালের প্রতি সমর্থনই জানিয়েছেন রীতিকা। জনপ্রিয় পডকাস্ট শো-র সঞ্চালক শুভঙ্কর মিশ্র ভিডিওটিতে বলেন, 'ধনশ্রীর নতুন জীবন শুরু করতে সমস্যা হবে। কারণ চাহালের সমর্থকেরা ওকে কটাক্ষ করবে। তাই অর্থ জরুরি। অর্থ থাকলে ক্ষমতাও থাকবে ধনশ্রীর। তারপর ভাবছি, এভাবে টাকাই যদি নেওয়া হয় তাহলে আর মহিলাদের আত্মনির্ভর হওয়া নিয়ে এত কথা কীসের!'
গত সপ্তাহের বৃহস্পতিবার সমস্ত জল্পনায় সিলমোহর পড়েছে। আইনি পথে বিচ্ছেদ হয়ে গেল যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার । মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে এদিন দুই তারকাই হাজির ছিলেন। যদিও আদালতের বাইরে দুজনকেই দেখা গিয়েছে মুখে মাস্ক পরে । ধনশ্রী এসেছিলেন সাদা টি শার্ট ও ডেনিম জিন্স পরে । চোখে ছিল রোদচশমা। চাহাল কালো পুলওভার পরেছিলেন ।
View this post on Instagram
যুজবেন্দ্র চাহালের দুই আইনজীবী নীতীন কুমার গুপ্ত ও সঞ্চয় মলহোত্র সংবাদমাধ্যমকে বলেন, 'চাহালের সঙ্গে ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। ওঁরা আর স্বামী-স্ত্রী নেই । দুই পক্ষের যৌথ আবেদন গ্রহণ করেছে আদালত । এখন ওঁরা স্বাধীনভাবে নিজেদের মতো করে জীবন যাপন করতে পারবেন।' ধনশ্রী বর্মার আইনজীবী জানিয়েছেন, পুরো বিষয়টিই যেহেতু আইনি, সেহেতু তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না। তবে জানিয়েছেন, দুই পক্ষের সম্মতিতে বিচ্ছেদ হয়ে গিয়েছে ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
