Vaibhav Suryavanshi: ওর বয়স সত্যিই ১৪ বছর? বৈভবকে নিয়ে কেন এমন প্রশ্ন করলেন আইপিএল দলের সতীর্থ?
Vaibhav Suryavanshi Age: মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেটের বাইশ গজে শোরগোল ফেলে দিয়েছে বৈভব । তার ব্যাটে চার-ছক্কার ঝড় বিশ্বের তাবড় বোলারদের বিব্রত করছে ।

মুম্বই: ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক । মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে (IPL) অভিষেক । যা রেকর্ড । আইপিএলে সর্বকনিষ্ঠ হিসাবে সেঞ্চুরির নজিরও তার ঝুলিতে । ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করে ভেঙে দিয়েছিল ইউসুফ পাঠানের রেকর্ড ।
সেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বয়স নিয়ে এবার খোঁচা দিলেন নীতীশ রানা । যিনি আইপিএলে বৈভবের সঙ্গেই রাজস্থান রয়্যালসে খেলেন ।
মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেটের বাইশ গজে শোরগোল ফেলে দিয়েছে বৈভব । তার ব্যাটে চার-ছক্কার ঝড় বিশ্বের তাবড় বোলারদের বিব্রত করছে । আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৮ বলে ১০১ রান করেছিল । ভয়ডরহীন ব্যাটিং ও সাবলীলভাবে বড় শট মারার দক্ষতা বৈভবকে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে । অনেকেই মনে করেন, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রতিশ্রুতিমান তারকা বৈভবই ।
আইপিএলে রাজস্থান রয়্যালসে বৈভবের সঙ্গেই খেলেন নীতিশ রানা । এবার উঠতি ক্রিকেটারের বয়স নিয়ে মজা করলেন বাঁহাতি ব্যাটার । নীতীশ রানা বলেছেন, 'সত্যিই কি সূর্যবংশীর বয়স ১৪ বছর?' প্রশ্ন করে নিজেই হেসে লুটিয়ে পড়েছেন নীতীশ ।
বৈভবের ব্যাটিং অনেককেই বিস্মিত করেছে । দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সকে নেতৃত্ব দেওয়ার ফাঁকে একটি অনুষ্ঠানে নীতীশ বলেছেন, 'বৈভবের বয়স কি সত্যিই ১৪ বছর?' সঞ্জু স্যামসনের আইপিএল ভবিষ্যৎ নিয়ে প্রচুর জল্পনা । নীতীশ বলেছেন, 'পরের বছর ও কোথায় খেলবে?' রাজস্থান রয়্যালসের সতীর্থ রিয়ান পরাগকে নিয়েও মন্তব্য করেন কেকেআরের প্রাক্তন তারকা । নীতিশ বলেন, 'ওকে দেখে যা মনে হয়, ও তেমন নয় । মাঠের বাইরে ও খুবই নরম প্রকৃতির মানুষ । দারুণ কথা বলে । টেলিভিশনে হয়তো ওর আচরণের ভুল ব্যাখ্যা হয় । কিন্তু ও তেমন নয় ।'
কয়েকদিন আগেই বৈভবকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন রাহুল দ্রাবিড় । বৈভবের উত্থানের নেপথ্যে যাঁর হাত রয়েছে । রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে তালিম দিয়েছেন বৈভবকে । দ্রাবিড় বলেছিলেন, 'বৈভবের মধ্যে কোনও ভয় নেই । বড় মঞ্চে ভয় পায় না । এত অল্প বয়সীদের মধ্যে যা দেখা যায় না । হাতে বিভিন্ন শট আছে । ভবিষ্যতে ওর আরও ভাল হবে । ও এখনও পুরোপুরি তৈরি হয়নি । দলগুলো ওর বিরুদ্ধে স্মার্ট ক্রিকেট খেলবে । টি-২০ এমনই একটা ফর্ম্যাট, যেখানে সব ম্যাচে রান পাবে না ।'




















