(Source: ECI/ABP News/ABP Majha)
Ishan Kishan: ৮৬ বলে সেঞ্চুরি, লাল বলের ক্রিকেটে ফিরেই জাতীয় নির্বাচকদের বার্তা দিলেন ঈশান
Buchi Babu Tournament: শেষ পর্যন্ত ঈশান কিষাণ ১০৭ বলে ৫টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর এই পারফরম্যান্সের পর জাতীয় দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল।
রাঁচি: একটা সময় মনে করা হচ্ছিল, ঋষভ পন্থের (Rishabh Pant) পর তিনিই জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার হিসাবে নির্বাচকদের সেরা বিকল্প। বিশেষ করে গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হয়ে প্রায় দু বছর পন্থ মাঠের বাইরে থাকার সময়। কিন্তু ঈশান কিষাণ (Ishan Kishan) ভারতীয় দলের বাইরে রয়েছেন। জানা গিয়েছিল, তাঁর আচরণে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড।
মানসিক স্বাস্থ্যের কথা বলে তিনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরে এসেছিলেন। কিন্তু তারপর তাঁকে বিভিন্ন জায়গায় পার্টি করতে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছিল, ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করছেন ঈশান। তারপরই তাঁকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। বাদ পড়েন জাতীয় দল থেকেও। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, ঈশান ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেই জাতীয় দলে সুযোগ পাবেন। আর সেই পরামর্শ মেনেই ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন ঈশান।
সেই মতো তিনি বুচিবাবু আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে খেলছেন। জাতীয় দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন ঈশান কিষান (Ishan Kishan)। রঞ্জি ট্রফির প্রস্তুতি সারতে বুচিবাবু টুর্নামেন্টে খেলছেন ঈশান। তিনি দলীপ ট্রফির (Duleep Trophy) দলেও রয়েছেন। চলতি বুচিবাবু টুর্নামেন্টে ঈশানকে ঝাড়খন্ড দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। টুর্নামেন্টে দুরন্ত সেঞ্চুরি করলেন ঈশান। মধ্য প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৬ বলে ঝোড়ো সেঞ্চুরি করলেন তিনি। লাল বলের ক্রিকেটের জন্য যে তিনি তৈরি, সেই বার্তা দিয়েছেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার ও ব্যাটার।
শেষ পর্যন্ত ঈশান কিষাণ ১০৭ বলে ৫টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর এই পারফরম্যান্সের পর জাতীয় দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল।
শ্রেয়স আইয়ারের সঙ্গে ঈশান কিষাণকেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। শ্রেয়স ভারতীয় দলে কামব্যাক করলেও কিষাণ এখনও পিছিয়ে রয়েছেন। আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুম ঈশানের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে।
আরও পড়ুন: মেন উইল বি মেন, তাই না? আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন মহম্মদ সিরাজ়