IND vs ENG 2nd Test: ফিরলেন অ্যান্ডারসন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড
India vs England 2nd Test: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিজেদের একাদশে দুই বদল ঘটাল ইংল্যান্ড।
বিশাখাপত্তনম: ভারতের বিরুদ্ধে হায়দরাবাদে সিরিজ়ের প্রথম ম্যাচে হাড্ডহাড্ডি লড়াইয়ের পর ২৮ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। শুক্রবার, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ (IND vs ENG 2nd Test)। বিশাখাপত্তনমে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরুর একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড (England Cricket Team)। প্রথম টেস্টে না খেললেও এই টেস্ট ম্যাচে একাদশে ফিরলেন কিংবদন্তি ইংল্যান্ড ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson)।
প্রথম টেস্টে চার বোলার নিয়েই মাঠে নেমেছিলেন বেন স্টোকসরা। দ্বিতীয় টেস্টের আগে ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাকালাম পূর্বাভাস দিয়েছিলেন যে প্রয়োজনে স্পিন সহায়ক পিচে ইংল্যান্ড চার স্পিনার নিয়েও মাঠে নামতে ভয় পাবে না। তবে তেমনটা হচ্ছে না। দলে দুই বদল ঘটালেও বোলিং কম্বিনেশনে কোনও বদল হচ্ছে না। তিন স্পিনার এবং এক ফাস্ট বোলার নিয়েই বিশাখাপত্তনমেও মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। গত বছরের জুলাইয়ে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন অ্যান্ডারসন। ৪১ বছর বয়সি তারকা বেশ একটা দীর্ঘ সময়ের পর তাই আবার জাতীয় ক্রিকেটের আঙিনায় ফিরছেন। মার্ক উডের জায়গায় দলে সুযোগ পেলেন অ্যান্ডারসন।
একদিকে যেখানে ১৮০-র অধিক টেস্ট খেলা অ্যান্ডারসন ইংল্যান্ড দলে ফিরেছেন, সেখানে বিশাখাপত্তনমেই নিজের অভিষেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন শোয়েব বশির (Shoaib Bashir)। তাঁর প্রথম টেস্ট ম্যাচে খেলারও পূর্বাভাস ছিলই। কিন্তু ভিসা সমস্যায় বশির সেইসময় এদেশে এসে পৌঁছতে পারেননি। টম হার্টলি প্রথম টেস্টে সেখানে অভিষেক ঘটিয়ে চোখধাঁধানো বোলিং করেন। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ে ধস নামান তিনি।
এক্ষেত্রে দ্বিতীয় টেস্টে বশিরের খেলাটা বেশ চাপেরই হত। তবে প্রথম টেস্টে জ্যাক লিচ চোট পান। তাঁর চোট সারেনি। তাই লিচের বদলেই একাদশে সুযোগ পেলেন বশির। তবে ইংল্যান্ড নিজেদের ব্যাটিং বিভাগে কোনও রদবদল ঘটায়নি। কিপিংও বেন ফোকসকেই সুযোগ দেওয়া হয়েছে।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ:-
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: সিরিজে এগিয়ে ইংল্যান্ড, তবুও হায়দরাবাদের পিচকে 'ভয়ঙ্কর' বললেন বেন ফােকস