Parvez Rasool: জাতীয় সঙ্গীতের সময়ে চ্যুইংগাম চিবিয়ে বিতর্কে জড়িয়েছিলেন, ক্রিকেটকে বিদায় জানালন পারভেজ রসুল
Parvez Rasool Retirement: বছরের পর বছর ধরে, রসুল নিজেকে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে ৫,৬৪৮ রান এবং ৩৫২ উইকেট নিয়েছেন।

কাশ্মীর: দেশের জার্সিতে খুব অল্প ম্য়াচ খেলেছিলেন। বিতর্কেও জড়িয়েছিলেন জাতীয় সঙ্গীতের সময়ে চুইনগাম চিবিয়ে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসবর নিলেন পরভেজ রসুল (Parvez Rasool Retirement)। জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার যিনি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। সবধরণের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন রসুল। দেশের জার্সিতে বেশি ম্য়াচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময়ে ধরে খেলছেন পারভেজ।
ভারতের হয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে পারভেজ রসুলের অভিষেক হয় ২০১৪ সালে। তিনি ২০১৭ সালে ভারতের হয়ে তার প্রথম টি-টোয়েন্টি খেলেন। দক্ষিণ কাশ্মীরের বিজবেহারার ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডার, যিনি উপত্যকার তরুণ ক্রিকেটারদের জন্য আশার আলো হয়ে উঠেছেন, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রসুল একটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, তিনি পুণে ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছেন।
বছরের পর বছর ধরে, রসুল নিজেকে একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে ৫,৬৪৮ রান এবং ৩৫২ উইকেট নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ সালে দুবার রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডারের জন্য মর্যাদাপূর্ণ লালা অমরনাথ পুরস্কার এনে দিয়েছে। ২০১২-১৩ মরশুমে তাঁর দুরন্ত পারফরম্যান্স, যেখানে তিনি ৫৯৪ রান করেছিলেন ও ৩৩ উইকেট নিয়েছিলেন। জাতীয় দল এবং আইপিএলে এরপরই সুযোগ চলে এসেছিল রসুলের।
পারভেজ রসুল ভারতের হয়ে এক ওয়ানডে তে দুটি উইকেট নিয়েছিলেন, কিন্তু ব্যাট করেননি। তিনি দেশের হয়ে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও খেলেছিলেন, একটি উইকেট নিয়েছিলেন ও পাঁচ রান করেছিলেন। পারভেজ আইপিএলে ১১টি ম্যাচ খেলেছেন, ১৭ রান করেছেন এবং ৪ উইকেট নিয়েছেন। পারভেজ বাংলাদেশের বিরুদ্ধে একটি ওয়ান ডে ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন।
২০১৭ সালে ভারত বনাম ইংল্যান্ডের একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন পারভেজ রসুল চুইংগাম চিবানোর জন্য সমালোচিত হয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ খেলছে। প্রথম ম্য়াচে পারথে অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্য়াচ। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল এই সিরিজে খেলছে। প্রথম ম্যাচে ব্য়াটিং ব্যর্থতার মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়া।




















