Jasprit Bumrah: টেস্টের ক্রমতালিকায় সর্বোচ্চ রেটিং ঝুলিতে, ভারতীয় বোলারদের মধ্যে এই রেকর্ড কারও নেই
Jasprit Bumrah Ranking: এই মুহূর্তে বুমরার রেটিং পয়েন্ট ৯০৭। মেলবোর্ন টেস্টের আগে অশ্বিনের সঙ্গে ৯০৪ রেটিং পয়েন্ট ছিল বুমরার দখলে। কিন্তু সিডনি টেস্টের আগে এবার ৯০৭ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন বুমরা।
মুম্বই: আইসিসির টেস্ট ক্রমতালিকায় রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় পেসারদের মধ্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন বুমরা। মেলেবার্ন টেস্টের পর আইসিসির বোলারদের ক্রমতালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে তারকা পেসার। মেলবোর্নেও দারুণ পারফর্ম করার পর বুমরাই শীর্ষস্থান ধরে রেখেছেন।
এই মুহূর্তে বুমরার রেটিং পয়েন্ট ৯০৭। মেলবোর্ন টেস্টের আগে অশ্বিনের সঙ্গে ৯০৪ রেটিং পয়েন্ট ছিল বুমরার দখলে। কিন্তু সিডনি টেস্টের আগে এবার ৯০৭ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন বুমরা। সর্বকালের ইতিহাসে ১৭ নম্বর স্থানে রয়েছেন ইংল্যান্ডেরর প্রাক্তন ডেরেক আন্ডারউড। তালিকায় সর্বকালের সেরা রেটিংয়ের তালিকায় সবার উপরে রয়েছেন সিডন বার্নস (৯৩২), জর্জ লহম্য়ান (৯৩১)। এছাড়া প্রাক্তন বিশ্বজয়ী পাক অধিনায়ক ইমরান খান ৯২২ রেটিং পয়েন্ট পুরেছেন। মুত্থাইয়া মুরলিথরণ ৯২০ রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন।
এদিকে, ক্রমাগত খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়ল বিরাট কোহলি ও রোহিত শর্মার ক্রমতালিকাতেও তার প্রভাব পড়েছে। আর সেই পারফরম্যান্সের প্রভাব পড়ল আইসিসি ব়্যাঙ্কিংয়ে । ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে বিরাট পতন দুই তারকার । বুধবার যে নতুন তালিকা প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি, সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছেন বিরাট।
চলতি পাঁচ ম্যাচের সিরিজে ২-১ পিছিয়ে রয়েছে ভারত । মেলবোর্নে ব্যাটিং ভরাডুবিতে পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়া । দুই ইনিংসে কোহলি করেছেন যথাক্রমে ৩৬ ও ৫ রান । ব্যাটারদের তালিকায় তিনি নেমে গেলেন ২৪ নম্বরে। ২০২৪ সালে ১০ টেস্টে ১৯ ইনিংসে মাত্র ৪১৭ রান করেছেন কোহলি । ২৪.৫২ গড়ে । একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।
অন্য়দিকে, ব্যাটারদের তালিকায় ৪০ নম্বরে নেমে গেলেন রোহিত শর্মা। চলতি সিরিজে ৩ ম্যাচে মাত্র ৩১ রান করেছেন ভারত অধিনায়ক।
ভারতীয় ব্যাটিংয়ের জন্য কিছুটা স্বস্তির খবর যে, যশস্বী জয়সওয়াল মেলবোর্ন টেস্টে তাঁর ভাল পারফরম্যান্সের পর চতুর্থ স্থানে উঠে এসেছেন । ওপেনিং ব্যাটার দুটি ইনিংসে লড়াকু ব্যাটিং করে যথাক্রমে ৮২ এবং ৮৪ রান করেন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথও মেলবোর্নে চলতি সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরির পর ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এসেছেন । স্মিথ বর্তমানে ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন । ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।