India vs England: বুমরা খেললেই হারে ভারত, মাঝ সিরিজ়েই টিম ইন্ডিয়াকে খোঁচা ইংল্যান্ড প্রাক্তনীর
Jasprit Bumrah: যশপ্রীত বুমরার টেস্ট অভিষেকের পর থেকে ভারতীয় দলের হয়ে বুমরা ২৭টি টেস্ট ম্যাচ খেলতে পারেনি, যার মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

লন্ডন: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), নিঃসন্দেহে ভারতীয় বোলিং বিভাগের সেরা অস্ত্র। টেস্টে বিশ্বের এক নম্বর (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরা কোন কোন টেস্ট ম্যাচ খেলবেন, বারংবার ভারতীয় সমর্থকদের এই প্রশ্ন করতে দেখা গিয়েছে। তবে ঘটনাক্রমে বুমরা যেই দুইটি টেস্ট খেলেছেন, সেই দুই ম্যাচেই হেরেছে টিম ইন্ডিয়া। এই পরিসংখ্যানটাই মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তনী ডেভিড লয়েড (David Llyod)।
তিনি বলেন, 'এটা কার্যত অবিশ্বাস্য। কেউ একটা বলছিল যে ও না খেললে ভারতীয় দল যে কয়টি ম্যাচ হারে, তার থেকে বেশি ম্যাচ ও খেললে হারে। ও কিন্তু বিশ্বের সেরা বোলার। ওর বোলিং অ্যাকশনটাও ভিন্ন এবং কঠিন, তবে মানুষ হিসাবে ও ভালই।' আশ্চর্য লাগলেও এই পরিসংখ্যান কিন্তু একেবারেই সঠিক।
বুমরা ২০১৮ সালে টেস্ট অভিষেক ঘটানোর পর থেকে ভারতের হয়ে ৪৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। এর মধ্যে ভারতীয় দল ২০টি ম্য়াচ জিতেছে, আর হেরেছে ২৩টি টেস্ট। তবে বুমরা ভারতের হয়ে এই সময়ে যা ২৭টি টেস্টে খেলেননি, সেই টেস্টের মধ্যে মাত্র পাঁচটিতে হেরেছে ভারত। জিতেছে ১৯টি। বুমরার অনুপস্থিতিতে চলতি সিরিজ়েও তো এজবাস্টনে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।
২-১ পিছিয়ে থাকা ভারতের কাছে পরের ম্যাচে হার মানে সিরিজ় পরাজয়। এমন পরিস্থিতিতে যেখানে সিরিজ়ের ভবিষ্যৎ নির্ভরশীল, সেখানে বুমরা হয়তো ওল্ড ট্রাফোর্ডে পরবর্তী ম্যাচ খেলবেন। তার মতে বুমরা তিন টেস্ট খেলবে বলে প্রাথমিকভাবে জানানো হলেও, যদি পরের টেস্টে ভারতীয় দল সিরিজ়ে সমতায় ফেরে, তাহলে হয়তো বুমরাকে পঞ্চম টেস্টেও খেলানো হতে পারে।
'ওরা সকলকে এমনকী কোচ গম্ভীরও জানিয়েছেন যে বুমরা তিনটি টেস্টই খেলবেন। ও দুইটি টেস্ট খেলেছে। তাই বাকি দুই টেস্টের মধ্যে একটি ম্যাচ বাছতে হবে ওকে। যদি ওরা নিজেদের কথায় বহাল থাকে, তাহলে আমার মনে হয় ওর পরের টেস্টে ওল্ড ট্রাফোর্ডে খেলা উচিত। আর তিন টেস্ট খেলার তত্ত্ব তো ওরা বদলাতেও পারে। ভারতীয় দল যদি ২-২ করতে পারে, তাহলে মনে হয় ও ওভালেও হয়তো খেলবে। পুরোটাই আন্দাজে বলছি। তবে আমার মনে হয় ও পরের ম্যাচ খেলবে এবং ফলাফলে কী হয়, সেই অনুযায়ী ওভালে খেলবে কি না, সেটা নির্ধারিত হবে।' যোগ করেন লয়েড।




















