Jasprit Bumrah: সম্পূর্ণ হয়েছে স্ক্যানসহ সমস্ত পরীক্ষা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাহলে অবশেষে খেলবেন বুমরা?
ICC Champions Trophy 2025: যশপ্রীত বুমরার নাম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে এখনও রয়েছে। ভারতীয় দলকে বদল করতে হলে কিন্তু দ্রুতই করতে হবে।

নয়াদিল্লি: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), সম্ভবত ভারতীয় দল তথা বিশ্বের সেরা ফাস্ট বোলার। তিনি একাদশে থাকায় যে কোনও দলই শক্তিশালী হয়। ভারতীয় দলের অমূল্য সম্পদ তিনি। এমন তারকা যখন চোটের কারণে মাঠের বাইরে থাকেন, তখন তাঁকে মিস করাটা খুবই স্বাভাবিক। ভারতীয় দলও বুমরাকে মিস করছে। তিনি গত বছর বর্ডার-গাওস্কর ট্রফির পর থেকে আর মাঠে ফেরেননি। প্রশ্ন উঠছে তাঁকে কি আদৌ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) পাওয়া যাবে?
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন যশপ্রীত বুমরার স্ক্যান হওয়ার পরেই তাঁর ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সেই স্ক্যান করা হয়ে গেল। বুমরার চোট কতটা গুরুত্বপূর্ণ এবং তাঁর স্ক্যান, দুইটোই আজ করা হয়েছে। বুমরা বেশ কয়েকদিন ধরেই বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে রয়েছেন। সেখানেই হয় এই পরীক্ষা-নিরীক্ষা। আশা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর ফিটনেসের বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।
রিপোর্ট অনুযায়ী বুমরা আরও কয়েকদিন বেঙ্গালুরুতেই থাকবেন যাতে তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল দলের সঙ্গে নিজের চোট নিয়ে আলোচনা এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করতে পারেন। বুমরার চোটের সমস্ত রিপোর্ট আসার পর টিম ম্যানেজমেন্টকে সম্পূর্ণটা জানানো হবে। নিউজ়িল্যান্ডের ডাক্তার রোয়ান শাওটেনের তত্ত্বাবধানেই জানুয়ারি মাসে ভারতের তারকা ফাস্ট বোলারের প্রথমবার স্ক্যান করা হয়েছিল। তাঁকেও এই গোটা প্রক্রিয়ায় যুক্ত রাখা হবে এবং তাঁর পরামর্শেও নেওয়া হবে শোনা যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার জন্য আর বেশি সময় বাকি নেই। তাই দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। চলতি ইংল্যান্ডে সিরিজ়ের থেকে নিভৃতেই বুমরার নাম সরিয়ে নেওয়া হয়েছে। ওয়ান ডে সিরিজ় শুরুর আগেই ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল 'মিস্ট্রি স্পিনার' হিসাবে পরিচিত বরুণ চক্রবর্তীকে ভারতীয় ওয়ান ডে দল সুযোগ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'পুরুষ দলের নির্বাচকমণ্ডলী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলে বরুণ চক্রবর্তীকে অন্তর্ভুক্ত করেছে। বরুণ ইতিমধ্যেই নাগপুরে ভারতীয় দলে যোগ দিয়েছেন।'
তবে বরুণ কিন্তু যোগ দিয়েছেন বুমরার বদলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একান্তই বুমরা না খেলতে পারলে বরুণ না তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানা, কাকে দলে নেওয়া হয়, সেইদিকেও কিন্তু সকলেরই নজর থাকবে।
আরও পড়ুন: বয়স বহু আগেই ৪০-র গণ্ডি পার করেছে, তাও এবারের আইপিএলেও একাধিক নজর গড়ার হাতছানি ধোনির সামনে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
