India vs England 2nd Test: বুমরা কি আদৌ দ্বিতীয় টেস্ট খেলার জন্য ফিট? এজবাস্টনে মাঠে নামার আগে আপডেট দিলেন ভারতের সহকারী কোচ?
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজ়ের মধ্যে যশপ্রীত বুমরা তিনটি টেস্টই খেলবেন, সেটা কার্যত পূর্বনির্ধারিত।

বার্মিংহাম: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই এজবাস্টনে শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট (India vs England 2nd Test) ম্য়াচ। এই ম্যাচের আগে চর্চার কেন্দ্রবিন্দুতে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের তারকা ফাস্ট বোলার দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবেন কি না, সেই প্রশ্নের উত্তর সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই জানতে চান।
সিরিজ় শুরুর আগেই কোচ গৌতম গম্ভীর এবং যশপ্রীত বুমরা স্বয়ং জানিয়ে দিয়েছিলেন দিনকয়েক আগেই চোট সারিয়ে মাঠে ফেরা বুমরার ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে চলতি সিরিজ়ে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই তাঁকে খেলানো হবে। প্রথম টেস্টে বুমরা মাঠে নেমে পাঁচ উইকেট নিলেও ভারতীয় দল ম্যাচে পরাজিত হয়। দ্বিতীয় টেস্টে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়ার হয়ে দলের সম্ভবত সবথেকে বড় অস্ত্র বুমরাকে কি মাঠে দেখা যাবে? তিনি কতটা ফিট?
বুমরার ফিটনেস নিয়ে টেস্টের আগে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) জানান, 'ও ম্যাচ খেলার জন্য উপলব্ধ বটেই। আমরা শুরু থেকেই জানি যে ও পাঁচটার মধ্যে তিনটি টেস্ট খেলবে। গত ম্যাচের সম্পূর্ণ চাঙ্গা হতে ও মাত্র আটদিন মতোই সময় পেয়েছে। ওয়ার্কলোড এবং পরিস্থিতির কথা ভেবে আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যতে, এখনও কিছুই ঠিক হয়নি।'
টেন দুশখাতে জানান বুমরা ফিটনেস নিয়ে খুব একটা উদ্বেগ নেই। রবি ও সোমবার, দুই দিনই বুমরার পুরোদমে অনুশীলন সেরেছেন। তবে সবটা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়া হবে। 'ও তো অনুশীলন করেছে, তো ম্যাচ খেলার জন্য ফিট না, বিষয়টা কিন্তু তেমন নয়। বিষয়টা একেবারে ও ধাঁধাটা সমাধান করার মতো।' বলেন টেন দুশখাতে।
ভারতীয় দলের সহকারী কোচ এটাও স্পষ্ট জানিয়ে বুমরা দলের বড় অস্ত্র, তবে কেবল একজন বোলার ভারতকে সিরিজ় জেতাতে পারবেন এবং সেই কারণে বাকিরাও ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর। তিনি বলেন, 'আমরা ওকে ছাড়াও সমতায় ফিরতে পারি বা ম্যাচ ড্র করতে পারি। ওকে দলের প্রয়োজনও বটে। আমাদের খালি ঠিক করতে হবে আমরা দলের সবথেকে বড় শক্তিশালী দিকটাকে কখন ব্যবহার করতে চাইছি। আমরা তো এমনিও একটা বোলার নিয়ে টেস্ট সিরিজ় জিততে পারব না। বাকিরাও সেই বিষয়টা জানে এবং তারা সেই কারণে উইকেট নিয়ে দলকে সাহায্য করতে তৎপর।'




















