T20 World Cup: হার দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান, ম্য়াচের পর কী বলছেন জেমিমা?
INDW vs NZW: মূলত ব্যাটিং বিপর্যয়ই হারের কারণ। ৫৮ রানে প্রথম ম্য়াচে হারের পর টুর্নামেন্টে নিজেদের যাত্রাপথটা কিছুটা কঠিন করে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
দুবাই: মহিলাদের টি-টােয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) শুরুটা একেবারেই ভাল হল না ভারতীয় দলের (Womens Indian Cricket Team) জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচেই হার দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। মূলত ব্যাটিং বিপর্যয়ই হারের কারণ। ৫৮ রানে প্রথম ম্য়াচে হারের পর টুর্নামেন্টে নিজেদের যাত্রাপথটা কিছুটা কঠিন করে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হারের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্য়তম তারকা ব্যাটার জেমিমা রডরিগেজ বলেন, ''আমাদের বুঝতে হবে যে এখনও টুর্নামেন্ট কিন্তু শেষ হয়ে যায়নি। তাই আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। প্রথম ম্য়াচে একেবারেই আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। ভুলগুলো শুধরে নিতে হবে।'' ভারতের পরের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে।
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডে মহিলা ক্রিকেট দল ৪ উইকেট হারিয়ে ১৬০ রান বোর্ডে তোলে। জবাবে রান তাড়া করতে নেমে ১০২ রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১১ বলে ১৩ রানের ইনিংস খেলেছিলেন জেমিমা। তিনি বলেন, ''আমরা জানি যে কোনও দল আমাদের বিরুদ্ধে প্ল্যান কষে আসবে। তাঁরা তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করবে। কিন্তু আমাদেরও সুযোগের অপেক্ষায় থাকতে হবে। কোনও দলকে হাল্কাভাবে নিলে হবে না। আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে নিজেদের কোনও বিভাগেই সেরাটা দিতে পারিনি।"
নিজের ব্যাটিং পজিশন নিয়েও মুখ খুললেন ২৪ বছরের এই মুম্বইকর। জেমিমা বলেন, ''দলের প্রয়োজনে যে কোনও ব্যাটিং পজিশনেই ব্যাট করতে রাজি আছি আমি। শুক্রবার দলের দ্রত উইকেট পড়ে গিয়েছিল। আমার দায়িত্ব ছিল যে যাতে একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারি। কিন্তু ব্যর্থ হয়েছি।''
নিউজ়িল্যান্ডের দুই ওপেনার সুজি ও জর্জিয়া প্লিমার মিলে যে রিংটোনটা সেট করে দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেললেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। চার নম্বরে নেমে ৩৬ বলে ৫৭ রানের অপরাজিত ও আগ্রাসী ইনিংস খেলেন তিনি। ভারতের বিরুদ্ধে মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় স্কোর তোলে নিউজ়িল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ১৬০/৪ তোলে তারা। ম্যাচ জিততে হলে ১৬১ তুলতে হতো স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের। ওভার প্রতি ৮ রান করে প্রয়োজন ছিল।
আরও পড়ুন: জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোহনবাগান, বেগ দিতে প্রস্তুত 'নবাগত' মহমেডান