Karun Nair: ঘরোয়া ক্রিকেটে রানের অশ্বমেধের ঘোড়া ছুটছেই করুণ নায়ারের, ফের হাঁকালেন সেঞ্চুরি
Ranji Trophy: অন্য়দিকে হরিয়ানার বিরুদ্ধে ম্য়াচে মুম্বই দিনের শেষে বোর্ডে তুলেছে ২৭৮/৮। একটা সময় ২৪ রানের মধ্যে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল মুম্বই।

বিদর্ভ: ভুরিভুরি রান করেও জাতীয় দলে সুযোগ পাননি। বিসিসিআইয়ের কাছে আর্জিও জানিয়েছিলেন যে তাঁকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু কাজে আসেনি তা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আলোচনায় উঠে এসেছিল করুণ নায়ারের দুরন্ত ফর্ম। কিন্তু চৌত্রিশ ছুঁতে চলা করুণের জাতীয় দলে ফের সুযোগ পাওয়ার সম্ভাবনা যে খুব কঠিন তার আভাস মিলেছিল আগেই। কিন্তু এরপরও ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছুটছেই করুণ নায়ারের। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বিদর্ভের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে শতরান হাঁকালেন করুণ।
তামিলনাড়ুর বিরুদ্ধে খেলার প্রথম দিনে একটা সময় বিদর্ভ ৪৪ রানের বিনিময়ে ৪ উইকেট খুঁইয়ে বসেছিল। কিন্তু সেখান থেকে এমন এক ব্যাটারের প্রয়োজন ছিল ক্রিজে যে ৭৩.৫ ওভার খেলতে পারবে। এরপরই সেখান থেকে ড্যানিস মেলওয়েরকে সঙ্গে নিয়ে পার্টনারশিপ গড়েন করুণ নায়ার। ১১৯ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন ড্যানিশ। তিনি ফিরে যাওয়ার পর অক্ষয় ওয়াদেকরের সঙ্গে জুটি বেঁধে আরও ৬৪ রান বোর্ডে যোগ করেন তিনি। ১৮০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন করুণ নায়ার। দিনের শেষে বিদর্ভের স্কোর ২৬৪/৬।
অন্য়দিকে হরিয়ানার বিরুদ্ধে ম্য়াচে মুম্বই দিনের শেষে বোর্ডে তুলেছে ২৭৮/৮। একটা সময় ২৪ রানের মধ্যে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল মুম্বই। সেখান থেকে প্রথমে অধিনায়ক অজিঙ্ক রাহানে ও শিবম দুবে মিলে বোর্ডে ৪০ রান যোগ করেন। ৯ রান করে প্যাভিলিয়ন ফেরেন সূর্যকুমার যাদব। তনুষ কোটিয়ান ও সামস মুলানি ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
ইডেনে মুম্বই ও হরিয়ানা রঞ্জি ম্য়াচে মুখোমুখি হয়েছে। মুম্বই দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁকে আগামী আইপিএল মরশুমে কেকেআরের জার্সিতেও দেখা যাবে। তাঁকেই কি আগামী মরশুমে কেকেআরের জার্সিতে অধিনায়ক হিসেবে দেখা যাবে? নিজের সোশ্যাল মিডিয়ায় ইডেনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করলেন রাহানে। ক্যাপশনে তিনি লিখেছেন, 'কী খবর কলকাতা?' যা দেখে জোর গুঞ্জন, আইপিএলে রাহানেই যে কেকেআরের অধিনায়ক হতে চলেছেন, সেই ইঙ্গিতই যেন দিলেন মুম্বই রঞ্জি দলের নেতা। এমনতিতে রঞ্জি ট্রফির নিয়ম হচ্ছে, গ্ৰুপ চ্যাম্পিয়ন দল নিজেদের ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। তবে এক্ষেত্রে হরিয়ানা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে হচ্ছে তাদের।
আরও পড়ুন: কটকে ভারতীয় একাদশে কি ফিরছেন বিরাট? এই মাঠের কোহলির ব্যাটের রেকর্ড কী বলছে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
