Virat Kohli: কটকে ভারতীয় একাদশে কি ফিরছেন বিরাট? এই মাঠের কোহলির ব্যাটের রেকর্ড কী বলছে?
IND vs ENG: প্রথম ম্য়াচে বিরাট কোহলি খেলেননি। হাঁটুর চােটের জন্য শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচে কি খেলতে পারবেন? সম্ভাবনা অন্তত তেমনই।

কটক: আগামীকাল ভারত-ইংল্য়ান্ড (Inda vs England) দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ। প্রথম ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আগামীকালের ম্য়াচ জিতলেই সিরিজ দখলে করে নেবে টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচে বিরাট কোহলি (Virat Kohli) খেলেননি। হাঁটুর চােটের জন্য শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্য়াচে কি খেলতে পারবেন? সম্ভাবনা অন্তত তেমনই। কিন্তু সেক্ষেত্রেও কটকে যে মাঠে খেলা হবে, সেই মাঠে কোহলির রেকর্ড কিন্তু একেবারেই ইতিবাচক নয়।
বিশ্বজুড়ে একাধিক মাঠে খেলেছেন বিরাট। প্রচুর রেকর্ড গড়েছেন। প্রচুর রেকর্ড ভেঙেছেন। কিন্তু কটকের বারাবাটি স্টেডিয়ামে কোহলির ব্যাট একেবারেই চলেনি। চারটি ওয়ান ডে ম্য়াচে এখানে খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু মাত্র ১১৮ রান করেছেন তিনি। গড় ৩০-এরও নীচে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্য়াচে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান। এখনও পর্যন্ত এই মাঠে কোনও সেঞ্চুরি করতে পারেননি কোহলি।
কোহলির পরিবর্তে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন শুভমন গিল। তিনি অর্ধশতরান পূরণ করেন। এমনকী চার নম্বর পজিশনে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। বিরাটের অনুপস্থিতিতেই ম্য়াচে নামার সুযোগ হয়ে গিয়েছিল। আর সুযোগের সদ্বব্যবহার করেছিলেন তিনি। শ্রেয়সও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন।
প্রথম ওয়ান ডে ম্য়াচে ২৪৮ রান তাড়া করতে নেমে ৬৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওয়ান ডে ম্য়াচে টসের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা জানান, বুধবার রাতে আচমকাই চোট লেগেছে কোহলির। রোহিত বলেন, 'গতকাল রাতে বিরাটের হাঁটুতে চোট লেগেছে। সেই কারণে ও এই ম্যাচে খেলতে পারছে না। ওকে ছাড়াই নামছি আমরা।'
পাশাপাশি ভারতের একাদশও ঘোষণা করে দেন রোহিত। জানান, একসঙ্গে ওয়ান ডে অভিষেক হচ্ছে দুই তরুণ তুর্কির। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা। রোহিত বলেন, 'এই ম্যাচে ওয়ান ডে অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার।' এর আগে দুজনই ভারতের হয়ে টেস্ট ও টি-২০ খেললেও ৫০ ওভারের ফর্ম্যাটে এই প্রথম।'
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আর ৯৪ রান করলে ওয়ান ডে ক্রিকেটে ১৪০০০ রান হয়ে যাবে বিরাট কোহলির।




















